Ajker Patrika

কোহলির নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি

আপডেট : ১৭ জুন ২০২২, ২০: ১২
কোহলির নিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন আফ্রিদি

দীর্ঘদিন ধরেই রানের খরায় ভুগছেন বিরাট কোহলি। গত তিন বছরে কোনো সংস্করণেই সেঞ্চুরির দেখা পাননি। ছন্দে ফিরতে একটা ভালো ইনিংসের জন্য সংগ্রাম করছেন বহুদিন ধরেই। কিন্তু এই সংগ্রামের পেছনে তাঁর কতটুকু নিবেদন আছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি।

বিরাট কোহলি বড় মাপের খেলোয়াড়—এ নিয়ে কোনো সন্দেহ নেই আফ্রিদির। কিন্তু তিনি শুরুর দিকে যে নিবেদন নিয়ে ব্যাটিং করতেন, এখনো কি সেটা আছে? পাকিস্তানের সাবেক অলরাউন্ডার বলেছেন, ‘ক্রিকেটে মানসিকতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটির ওপর একজন খেলোয়াড়ের সাফল্য নির্ভর করে। কয়েক বছর আগে কোহলি সেরা ব্যাটারের লক্ষ্যে ব্যাটিং করতেন। এখনো কি তিনি এটা অনুসরণ করেন? খেলার প্রতি তাঁর ইচ্ছা কি একই রকম আছে? এটাই সব থেকে বড় প্রশ্ন? নাকি তিনি মনে করছেন সবকিছু পেয়ে গেছেন। ভারতীয় ব্যাটার এখন ক্রিকেট কতটা উপভোগ করছেন, সেটা দেখতে হবে। তাঁর সাফল্য নিবেদনের ওপর নির্ভর করবে।’

অনেকই মনে করেছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়কত্ব থেকে সরে আসাতে ভালো করবেন কোহলি। কিন্তু আইপিএলেও হাসেনি তাঁর ব্যাট। উল্টো তিন ম্যাচে পেয়েছেন গোল্ডেন ডাকের লজ্জা। এবার সুযোগ পাচ্ছেন ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে নিজেকে ফিরে পাওয়ার। এখন দেখার বিষয়, একমাত্র টেস্টে আফ্রিদির প্রশ্নের জবাব কোহলি দিতে পারেন কি না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত