Ajker Patrika

ট্রাফিক আইন ভঙ্গ করে জরিমানা গুনলেন আফ্রিদি

ট্রাফিক আইন ভঙ্গ করে জরিমানা গুনলেন আফ্রিদি

শহীদ আফ্রিদি ক্রিকেটকে বিদায় বলেছেন আগেই। ক্যারিয়ারজুরে মাঠ ও মাঠের বাইরে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। এবার শিরোনাম হলেন রাস্তায় গতির ঝড় তুলে। সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার মোটরসাইকেলে রাস্তায় গতির ঝড় তুলে জরিমানাও গুনেছেন। 

আফ্রিদি স্পিনিং অলরাউন্ডার হলেও বেশ জোরের সঙ্গে বোলিং করতেন। কখনো কখনো তাই বল ঘুরিয়ে নয়, গতি দিয়েই ব্যাটারদের পরাস্ত করতেন। কিন্তু এবার মোটরসাইকেলের গতি তুলে শাস্তি পেলেন। ভ্রমণের সময় তাঁর মোটরসাইকেলের গতি বেশি থাকায় ট্রাফিক পুলিশ সাবেক অধিনায়ককে ১ হাজার ৫০০ রুপি জরিমানা করে। জরিমানা পরিশোধ করে পাকিস্তানি লেগ-স্পিনার ট্রাফিক পুলিশদের সঙ্গে সেলফিও তুলেছেন। জানিয়েছেন ধন্যবাদও। আফ্রিদি ট্রাফিক পুলিশদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘আইন সবার জন্য সমান।’ তিনি মোটরসাইকেলে লাহোর থেকে করাচি যাচ্ছিলেন।

১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে ৩৭ বলের সেঞ্চুরি করে ক্যারিয়ারের শুরুতেই আলোড়ন তৈরি করেছিলেন আফ্রিদি। এই রেকর্ড দীর্ঘ ১৮ বছর দ্রুততম সেঞ্চুরি হিসেবে ক্রিকেটের রেকর্ড বুকে ছিল। পরে নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ৩৬ বলে সেঞ্চুরি করে সে রেকর্ড ভাঙেন। অ্যান্ডারসনের ২০১৪ সালে করা সেঞ্চুরির রেকর্ডটি অবশ্য বেশি দিন টেকেনি। পরের বছরেই দক্ষিণ আফ্রিকার এবি ভিলিয়ার্স ৩১ বলে সেঞ্চুরি করে সব রেকর্ড ভেঙে দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত