পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর আগে শাহিন আফ্রিদিকে অধিনায়কত্ব নিতে নিষেধ করেছিলেন শহীদ আফ্রিদি। বয়সে তরুণ হওয়ায় জামাই শাহিনকে নেতৃত্ব ভার না নিতে পরামর্শ দিয়েছিলেন শ্বশুর শহীদ। তবে তাঁর কথা অগ্রাহ্য করে লাহোর কালান্দার্সের অধিনায়ক হন শাহিন।
গতকাল তো শ্বশুরকে ভুল প্রমাণ করে ছেড়েছেন শাহিন। প্রথমবার পিএসএল শিরোপা জিতে গড়েছেন অনন্য রেকর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে স্টিভ স্মিথের রেকর্ড। ২০১২ সালে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছিলেন স্মিথ। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। শাহিন লাহোরকে শিরোপা জেতালেন ২১ বছর বয়সে। সঙ্গে ২০ উইকেট নিয়ে হয়েছেন আসরের সেরা বোলার।
অথচ পিএসএলের আগের ছয় আসরের পাঁচটিতেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল লাহোর। একবার প্লে-অফ খেলে উঠেছিল ফাইনালেও। তবে শিরোপা জিততে পারেনি।
এবার শিরোপা জিতে শাহিন সে কথা মনে করিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য অনন্য অর্জন। এটার জন্য ৭ বছর অপেক্ষা করেছি। লাহোরের সমর্থকদের ধন্যবাদ দিতে হবে। আমি অনেক সমর্থন পেয়েছি। মোহাম্মদ হাফিজ চাপের মুখে আমাকে সহায়তা করেছেন। দল হিসেবে যে লড়াই আমরা করেছি, তা আসলেই দুর্দান্ত।’
গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ফাইনালে আগে ব্যাটিং করে ১৮০ রান তোলে লাহোর। জবাবে মুলতান সুলতানস গুটিয়ে যায় ১৩৮ রানে।
কম বয়সী অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ জয়
অধিনায়ক দল বয়স (বছর)
শাহিন আফ্রিদি লাহোর কালান্দার্স ২১
স্টিভ স্মিথ সিডনি সিক্সার্স ২২
রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস ২৬
পাকিস্তান প্রিমিয়ার লিগ (পিএসএল) শুরুর আগে শাহিন আফ্রিদিকে অধিনায়কত্ব নিতে নিষেধ করেছিলেন শহীদ আফ্রিদি। বয়সে তরুণ হওয়ায় জামাই শাহিনকে নেতৃত্ব ভার না নিতে পরামর্শ দিয়েছিলেন শ্বশুর শহীদ। তবে তাঁর কথা অগ্রাহ্য করে লাহোর কালান্দার্সের অধিনায়ক হন শাহিন।
গতকাল তো শ্বশুরকে ভুল প্রমাণ করে ছেড়েছেন শাহিন। প্রথমবার পিএসএল শিরোপা জিতে গড়েছেন অনন্য রেকর্ড। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগে সবচেয়ে কম বয়সী অধিনায়ক হিসেবে শিরোপা জিতেছেন তিনি। ভেঙেছেন অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে স্টিভ স্মিথের রেকর্ড। ২০১২ সালে সিডনি সিক্সার্সকে শিরোপা জিতিয়েছিলেন স্মিথ। তখন তাঁর বয়স ছিল ২২ বছর। শাহিন লাহোরকে শিরোপা জেতালেন ২১ বছর বয়সে। সঙ্গে ২০ উইকেট নিয়ে হয়েছেন আসরের সেরা বোলার।
অথচ পিএসএলের আগের ছয় আসরের পাঁচটিতেই প্লে-অফে উঠতে ব্যর্থ হয়েছিল লাহোর। একবার প্লে-অফ খেলে উঠেছিল ফাইনালেও। তবে শিরোপা জিততে পারেনি।
এবার শিরোপা জিতে শাহিন সে কথা মনে করিয়ে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন, ‘এটা আমাদের জন্য অনন্য অর্জন। এটার জন্য ৭ বছর অপেক্ষা করেছি। লাহোরের সমর্থকদের ধন্যবাদ দিতে হবে। আমি অনেক সমর্থন পেয়েছি। মোহাম্মদ হাফিজ চাপের মুখে আমাকে সহায়তা করেছেন। দল হিসেবে যে লড়াই আমরা করেছি, তা আসলেই দুর্দান্ত।’
গাদ্দাফি স্টেডিয়ামে গতকাল ফাইনালে আগে ব্যাটিং করে ১৮০ রান তোলে লাহোর। জবাবে মুলতান সুলতানস গুটিয়ে যায় ১৩৮ রানে।
কম বয়সী অধিনায়ক হিসেবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-২০ লিগ জয়
অধিনায়ক দল বয়স (বছর)
শাহিন আফ্রিদি লাহোর কালান্দার্স ২১
স্টিভ স্মিথ সিডনি সিক্সার্স ২২
রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ানস ২৬
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
২৭ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
৪০ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে