ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে গত বছর বাগদান সেরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
আনশাকে ঘরের বউ করে আনতে প্রস্তাব নিয়ে গিয়েছিল শাহিনের পরিবার। সে সময় মনে করা হচ্ছিল, পারিবারিকভাবেই দুই আফ্রিদির আত্মীয়তার বন্ধন তৈরি হতে যাচ্ছে। এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো শাহিনের কাছে জানতে চাইলেও খেলার বাইরে কোনো কথা বলেননি।
তবে হবু স্ত্রীকে নিয়ে এবার মুখ খুলতেই হলো শাহিনকে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর ইচ্ছেতেই পরিবার প্রস্তাব নিয়ে গিয়েছিল। শহীদ আফ্রিদি রাজি হওয়ায় শুধু বাগদানই সম্পন্ন হয়েছে। কারণ, শাহিন-আনশা দুজনই নিজেদের কাজে ব্যস্ত। শাহিন ক্রিকেটে, আনশা লেখাপড়ায়। আফ্রিদির মেয়ের পড়াশোনা শেষ হলেই বিয়ে করবেন তাঁরা। তবে বিয়ে না হলেও প্রায়ই দুজনের দেখা হয়।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘এক দিন জিও কে সাথ’-এর ঈদের বিশেষে পর্বে এসে শাহিন বলেছেন, ‘বুম বুম আফ্রিদির মেয়েকে বিয়ে করা আমার বাসনা ছিল। ইচ্ছেটা অনেক আগেই জেগেছিল। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে।’
হবু স্ত্রী আনসার সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে ২২ বছর বয়সী পেসার বলেছেন, ‘এই তো কদিন আগেই ওর সঙ্গে দেখা করে এসেছি। আবারও দেখা হবে।’
নারী ভক্তদের নিয়ে আনশা ঈর্ষা বোধ করেন কি না—এ প্রশ্নে শাহিনের জবাব, ‘আমি ঠিক নিশ্চিত নই। সে এমনটা অনুভব করে থাকতে পারে।’
অল্প বয়সে বাগদান সেরে ফেলায় অনেক তরুণীর হৃদয় ভেঙেছে কি না? শাহিন দিয়েছেন প্রকৃত প্রেমিকের মতো উত্তর, ‘আমি আমার হৃদয়কে খুঁজে পেয়েছি। সে-ই আমার জন্য যথেষ্ট।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে গত বছর বাগদান সেরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
আনশাকে ঘরের বউ করে আনতে প্রস্তাব নিয়ে গিয়েছিল শাহিনের পরিবার। সে সময় মনে করা হচ্ছিল, পারিবারিকভাবেই দুই আফ্রিদির আত্মীয়তার বন্ধন তৈরি হতে যাচ্ছে। এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো শাহিনের কাছে জানতে চাইলেও খেলার বাইরে কোনো কথা বলেননি।
তবে হবু স্ত্রীকে নিয়ে এবার মুখ খুলতেই হলো শাহিনকে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর ইচ্ছেতেই পরিবার প্রস্তাব নিয়ে গিয়েছিল। শহীদ আফ্রিদি রাজি হওয়ায় শুধু বাগদানই সম্পন্ন হয়েছে। কারণ, শাহিন-আনশা দুজনই নিজেদের কাজে ব্যস্ত। শাহিন ক্রিকেটে, আনশা লেখাপড়ায়। আফ্রিদির মেয়ের পড়াশোনা শেষ হলেই বিয়ে করবেন তাঁরা। তবে বিয়ে না হলেও প্রায়ই দুজনের দেখা হয়।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘এক দিন জিও কে সাথ’-এর ঈদের বিশেষে পর্বে এসে শাহিন বলেছেন, ‘বুম বুম আফ্রিদির মেয়েকে বিয়ে করা আমার বাসনা ছিল। ইচ্ছেটা অনেক আগেই জেগেছিল। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে।’
হবু স্ত্রী আনসার সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে ২২ বছর বয়সী পেসার বলেছেন, ‘এই তো কদিন আগেই ওর সঙ্গে দেখা করে এসেছি। আবারও দেখা হবে।’
নারী ভক্তদের নিয়ে আনশা ঈর্ষা বোধ করেন কি না—এ প্রশ্নে শাহিনের জবাব, ‘আমি ঠিক নিশ্চিত নই। সে এমনটা অনুভব করে থাকতে পারে।’
অল্প বয়সে বাগদান সেরে ফেলায় অনেক তরুণীর হৃদয় ভেঙেছে কি না? শাহিন দিয়েছেন প্রকৃত প্রেমিকের মতো উত্তর, ‘আমি আমার হৃদয়কে খুঁজে পেয়েছি। সে-ই আমার জন্য যথেষ্ট।’
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২৭ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে