Ajker Patrika

আফ্রিদির মেয়েকে বিয়ে করার বাসনা পূরণ হয়েছে

আপডেট : ১৩ জুলাই ২০২২, ১৩: ৫৩
আফ্রিদির মেয়েকে বিয়ে করার বাসনা পূরণ হয়েছে

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে গত বছর বাগদান সেরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। 

আনশাকে ঘরের বউ করে আনতে প্রস্তাব নিয়ে গিয়েছিল শাহিনের পরিবার। সে সময় মনে করা হচ্ছিল, পারিবারিকভাবেই দুই আফ্রিদির আত্মীয়তার বন্ধন তৈরি হতে যাচ্ছে। এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো শাহিনের কাছে জানতে চাইলেও খেলার বাইরে কোনো কথা বলেননি। 

তবে হবু স্ত্রীকে নিয়ে এবার মুখ খুলতেই হলো শাহিনকে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর ইচ্ছেতেই পরিবার প্রস্তাব নিয়ে গিয়েছিল। শহীদ আফ্রিদি রাজি হওয়ায় শুধু বাগদানই সম্পন্ন হয়েছে। কারণ, শাহিন-আনশা দুজনই নিজেদের কাজে ব্যস্ত। শাহিন ক্রিকেটে, আনশা লেখাপড়ায়। আফ্রিদির মেয়ের পড়াশোনা শেষ হলেই বিয়ে করবেন তাঁরা। তবে বিয়ে না হলেও প্রায়ই দুজনের দেখা হয়। 

গত রমজানে একসঙ্গে ইফতার করেছেন হবু জামাই ও শ্বশুর। পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘এক দিন জিও কে সাথ’-এর ঈদের বিশেষে পর্বে এসে শাহিন বলেছেন, ‘বুম বুম আফ্রিদির মেয়েকে বিয়ে করা আমার বাসনা ছিল। ইচ্ছেটা অনেক আগেই জেগেছিল। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে।’ 

হবু স্ত্রী আনসার সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে ২২ বছর বয়সী পেসার বলেছেন, ‘এই তো কদিন আগেই ওর সঙ্গে দেখা করে এসেছি। আবারও দেখা হবে।’ 

নারী ভক্তদের নিয়ে আনশা ঈর্ষা বোধ করেন কি না—এ প্রশ্নে শাহিনের জবাব, ‘আমি ঠিক নিশ্চিত নই। সে এমনটা অনুভব করে থাকতে পারে।’ 

অল্প বয়সে বাগদান সেরে ফেলায় অনেক তরুণীর হৃদয় ভেঙেছে কি না? শাহিন দিয়েছেন প্রকৃত প্রেমিকের মতো উত্তর, ‘আমি আমার হৃদয়কে খুঁজে পেয়েছি। সে-ই আমার জন্য যথেষ্ট।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত