পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে গত বছর বাগদান সেরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
আনশাকে ঘরের বউ করে আনতে প্রস্তাব নিয়ে গিয়েছিল শাহিনের পরিবার। সে সময় মনে করা হচ্ছিল, পারিবারিকভাবেই দুই আফ্রিদির আত্মীয়তার বন্ধন তৈরি হতে যাচ্ছে। এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো শাহিনের কাছে জানতে চাইলেও খেলার বাইরে কোনো কথা বলেননি।
তবে হবু স্ত্রীকে নিয়ে এবার মুখ খুলতেই হলো শাহিনকে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর ইচ্ছেতেই পরিবার প্রস্তাব নিয়ে গিয়েছিল। শহীদ আফ্রিদি রাজি হওয়ায় শুধু বাগদানই সম্পন্ন হয়েছে। কারণ, শাহিন-আনশা দুজনই নিজেদের কাজে ব্যস্ত। শাহিন ক্রিকেটে, আনশা লেখাপড়ায়। আফ্রিদির মেয়ের পড়াশোনা শেষ হলেই বিয়ে করবেন তাঁরা। তবে বিয়ে না হলেও প্রায়ই দুজনের দেখা হয়।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘এক দিন জিও কে সাথ’-এর ঈদের বিশেষে পর্বে এসে শাহিন বলেছেন, ‘বুম বুম আফ্রিদির মেয়েকে বিয়ে করা আমার বাসনা ছিল। ইচ্ছেটা অনেক আগেই জেগেছিল। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে।’
হবু স্ত্রী আনসার সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে ২২ বছর বয়সী পেসার বলেছেন, ‘এই তো কদিন আগেই ওর সঙ্গে দেখা করে এসেছি। আবারও দেখা হবে।’
নারী ভক্তদের নিয়ে আনশা ঈর্ষা বোধ করেন কি না—এ প্রশ্নে শাহিনের জবাব, ‘আমি ঠিক নিশ্চিত নই। সে এমনটা অনুভব করে থাকতে পারে।’
অল্প বয়সে বাগদান সেরে ফেলায় অনেক তরুণীর হৃদয় ভেঙেছে কি না? শাহিন দিয়েছেন প্রকৃত প্রেমিকের মতো উত্তর, ‘আমি আমার হৃদয়কে খুঁজে পেয়েছি। সে-ই আমার জন্য যথেষ্ট।’
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আনশা আফ্রিদির সঙ্গে গত বছর বাগদান সেরেছেন তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
আনশাকে ঘরের বউ করে আনতে প্রস্তাব নিয়ে গিয়েছিল শাহিনের পরিবার। সে সময় মনে করা হচ্ছিল, পারিবারিকভাবেই দুই আফ্রিদির আত্মীয়তার বন্ধন তৈরি হতে যাচ্ছে। এ নিয়ে পাকিস্তানের সংবাদমাধ্যমগুলো শাহিনের কাছে জানতে চাইলেও খেলার বাইরে কোনো কথা বলেননি।
তবে হবু স্ত্রীকে নিয়ে এবার মুখ খুলতেই হলো শাহিনকে। আইসিসির বর্ষসেরা ক্রিকেটার জানিয়েছেন, তাঁর ইচ্ছেতেই পরিবার প্রস্তাব নিয়ে গিয়েছিল। শহীদ আফ্রিদি রাজি হওয়ায় শুধু বাগদানই সম্পন্ন হয়েছে। কারণ, শাহিন-আনশা দুজনই নিজেদের কাজে ব্যস্ত। শাহিন ক্রিকেটে, আনশা লেখাপড়ায়। আফ্রিদির মেয়ের পড়াশোনা শেষ হলেই বিয়ে করবেন তাঁরা। তবে বিয়ে না হলেও প্রায়ই দুজনের দেখা হয়।
পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের জনপ্রিয় অনুষ্ঠান ‘এক দিন জিও কে সাথ’-এর ঈদের বিশেষে পর্বে এসে শাহিন বলেছেন, ‘বুম বুম আফ্রিদির মেয়েকে বিয়ে করা আমার বাসনা ছিল। ইচ্ছেটা অনেক আগেই জেগেছিল। আলহামদুলিল্লাহ সেটা পূরণ হয়েছে।’
হবু স্ত্রী আনসার সঙ্গে সময় কাটানো প্রসঙ্গে ২২ বছর বয়সী পেসার বলেছেন, ‘এই তো কদিন আগেই ওর সঙ্গে দেখা করে এসেছি। আবারও দেখা হবে।’
নারী ভক্তদের নিয়ে আনশা ঈর্ষা বোধ করেন কি না—এ প্রশ্নে শাহিনের জবাব, ‘আমি ঠিক নিশ্চিত নই। সে এমনটা অনুভব করে থাকতে পারে।’
অল্প বয়সে বাগদান সেরে ফেলায় অনেক তরুণীর হৃদয় ভেঙেছে কি না? শাহিন দিয়েছেন প্রকৃত প্রেমিকের মতো উত্তর, ‘আমি আমার হৃদয়কে খুঁজে পেয়েছি। সে-ই আমার জন্য যথেষ্ট।’
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৩০ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
৪৪ মিনিট আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
১ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে