ক্রীড়া ডেস্ক
ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ কথার অর্থ ‘আগেই দেখা বা পূর্বপরিচিত’। খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কোনো ঘটনা বা দৃশ্যকে পূর্বে দেখা বা পরিচিত লাগতে পারে যেকোনো সময়। কালেভদ্রে হলেও ক্রীড়াজগতেও এমন আশ্চর্য ঘটনা ঘটে। তেমন এক ঘটনাই ঘটল গতকাল বুধবার রাতে, এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে।
অতীতের দিকে ফেরা যাক। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ভরসা বলতে শহীদ আফ্রিদি। অসাধ্য সাধনটাই করেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিন ফেরান সাঈদ আজমলকে। তাতে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকে। তবে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শেষ ওভারের জয়ে দেজা ভ্যুর কথাটা মনে করিয়ে দিলেন তিনি। টুইটারে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘ওয়াও নাসিম শাহ। কী পারফরম্যান্স.. ২ ছক্কা আমাকে মনে করিয়ে দিল শহীদ আফ্রিদির ২০১৪ সালের সেই ম্যাচ। দেজা ভ্যু।’
এবারও সেই এশিয়া কাপ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু শারজাহ। ফাইনালে ওঠার জন্য শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ।
২০১৮ সালের এশিয়া কাপ, ২০১৯ সালের বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল বুধবার এশিয়া কাপে আরেকবার আফগানদের মুখ থেকে জয় চুরি করে নিল পাকিস্তান।
ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ কথার অর্থ ‘আগেই দেখা বা পূর্বপরিচিত’। খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কোনো ঘটনা বা দৃশ্যকে পূর্বে দেখা বা পরিচিত লাগতে পারে যেকোনো সময়। কালেভদ্রে হলেও ক্রীড়াজগতেও এমন আশ্চর্য ঘটনা ঘটে। তেমন এক ঘটনাই ঘটল গতকাল বুধবার রাতে, এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে।
অতীতের দিকে ফেরা যাক। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ভরসা বলতে শহীদ আফ্রিদি। অসাধ্য সাধনটাই করেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিন ফেরান সাঈদ আজমলকে। তাতে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকে। তবে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শেষ ওভারের জয়ে দেজা ভ্যুর কথাটা মনে করিয়ে দিলেন তিনি। টুইটারে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘ওয়াও নাসিম শাহ। কী পারফরম্যান্স.. ২ ছক্কা আমাকে মনে করিয়ে দিল শহীদ আফ্রিদির ২০১৪ সালের সেই ম্যাচ। দেজা ভ্যু।’
এবারও সেই এশিয়া কাপ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু শারজাহ। ফাইনালে ওঠার জন্য শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ।
২০১৮ সালের এশিয়া কাপ, ২০১৯ সালের বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল বুধবার এশিয়া কাপে আরেকবার আফগানদের মুখ থেকে জয় চুরি করে নিল পাকিস্তান।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩০ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগে