ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ কথার অর্থ ‘আগেই দেখা বা পূর্বপরিচিত’। খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কোনো ঘটনা বা দৃশ্যকে পূর্বে দেখা বা পরিচিত লাগতে পারে যেকোনো সময়। কালেভদ্রে হলেও ক্রীড়াজগতেও এমন আশ্চর্য ঘটনা ঘটে। তেমন এক ঘটনাই ঘটল গতকাল বুধবার রাতে, এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে।
অতীতের দিকে ফেরা যাক। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ভরসা বলতে শহীদ আফ্রিদি। অসাধ্য সাধনটাই করেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিন ফেরান সাঈদ আজমলকে। তাতে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকে। তবে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শেষ ওভারের জয়ে দেজা ভ্যুর কথাটা মনে করিয়ে দিলেন তিনি। টুইটারে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘ওয়াও নাসিম শাহ। কী পারফরম্যান্স.. ২ ছক্কা আমাকে মনে করিয়ে দিল শহীদ আফ্রিদির ২০১৪ সালের সেই ম্যাচ। দেজা ভ্যু।’
এবারও সেই এশিয়া কাপ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু শারজাহ। ফাইনালে ওঠার জন্য শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ।
২০১৮ সালের এশিয়া কাপ, ২০১৯ সালের বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল বুধবার এশিয়া কাপে আরেকবার আফগানদের মুখ থেকে জয় চুরি করে নিল পাকিস্তান।
ফরাসি ভাষায় ‘দেজা ভ্যু’ কথার অর্থ ‘আগেই দেখা বা পূর্বপরিচিত’। খুব কম মানুষ পাওয়া যাবে, যাদের জীবনে এমন ঘটনা ঘটেনি। হঠাৎ কোনো ঘটনা বা দৃশ্যকে পূর্বে দেখা বা পরিচিত লাগতে পারে যেকোনো সময়। কালেভদ্রে হলেও ক্রীড়াজগতেও এমন আশ্চর্য ঘটনা ঘটে। তেমন এক ঘটনাই ঘটল গতকাল বুধবার রাতে, এশিয়া কাপের সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানের জয় পাওয়া ম্যাচে।
অতীতের দিকে ফেরা যাক। ২০১৪ সালে মিরপুরে ভারতের বিপক্ষে জয়ের জন্য পাকিস্তানের শেষ ওভারে দরকার ছিল ১০ রান। হাতে ছিল মাত্র ১ উইকেট। ভরসা বলতে শহীদ আফ্রিদি। অসাধ্য সাধনটাই করেন তিনি। শেষ ওভার করতে এসে প্রথম বলে রবিচন্দ্রন অশ্বিন ফেরান সাঈদ আজমলকে। তাতে জয়ের পাল্লা ঝুঁকে পড়ে ভারতের দিকে। তবে সব হিসাব-নিকাশ চুকিয়ে দেন আফ্রিদি। তৃতীয় ও চতুর্থ বলে টানা দুই ছয় হাঁকিয়ে পাকিস্তানকে জয় এনে দেন তিনি।
সেই ম্যাচে ম্যাচ-সেরা হয়েছিলেন মোহাম্মদ হাফিজ। এবার আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শেষ ওভারের জয়ে দেজা ভ্যুর কথাটা মনে করিয়ে দিলেন তিনি। টুইটারে পাকিস্তানি অলরাউন্ডার লেখেন, ‘ওয়াও নাসিম শাহ। কী পারফরম্যান্স.. ২ ছক্কা আমাকে মনে করিয়ে দিল শহীদ আফ্রিদির ২০১৪ সালের সেই ম্যাচ। দেজা ভ্যু।’
এবারও সেই এশিয়া কাপ। তবে প্রতিপক্ষ আফগানিস্তান এবং ভেন্যু শারজাহ। ফাইনালে ওঠার জন্য শেষ ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ১১ রান। আর আফগানিস্তানের দরকার ছিল ১ উইকেট। ফজলহক ফারুকীর প্রথম দুই ফুলটসে দুই ছক্কা হাঁকিয়ে আফগানদের জয় ছিনিয়ে নেন নাসিম শাহ।
২০১৮ সালের এশিয়া কাপ, ২০১৯ সালের বিশ্বকাপ, ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গতকাল বুধবার এশিয়া কাপে আরেকবার আফগানদের মুখ থেকে জয় চুরি করে নিল পাকিস্তান।
মেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
৩৮ মিনিট আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার বিপক্ষে জয় এখন যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে ‘সোনার হরিণ’। তিন ম্যাচের টেস্ট সিরিজে তো উইন্ডিজকে নাজেহাল করেছে অস্ট্রেলিয়া। এবার পছন্দের ফরম্যাট টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজ পেরে উঠছে না অজিদের সঙ্গে। সব মিলিয়ে এখন পর্যন্ত চলতি সিরিজে ঘরের মাঠে ক্যারিবীয়রা সাত ম্যাচের সাতটিতেই হেরেছে
২ ঘণ্টা আগেবয়স ৩৮ বছর পেরোলেও লিওনেল মেসিকে দেখে সেটা যে বোঝার উপায় নেই। গোলের পর গোল করে চলেছেন। সতীর্থদের দিয়েও করাচ্ছেন গোল। ছন্দে থাকা এই মেসিকে আজ পেল না ইন্টার মায়ামি। আর্জেন্টাইন কিংবদন্তি না থাকার অভাব হাড়ে হাড়ে টের পেল মায়ামি।
২ ঘণ্টা আগে