Ajker Patrika

আফ্রিদিকে নিজের চেয়ে সুন্দর বললেন শোয়েব

আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৫
আফ্রিদিকে নিজের চেয়ে সুন্দর বললেন শোয়েব

নিজেকে সব সময় আলোচনায় রাখতে ভালোবাসেন শোয়েব আখতার। সেটা হোক ক্রিকেট কিংবা ক্রিকেটের বাইরে। সামাজিক যোগাযোগমাধ্যমেও খুব পরিচিত মুখ পাকিস্তানে সাবেক গতিতারকা। শহীদ আফ্রিদির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্ব। এবার আফ্রিদির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার এক ভিডিও নিয়ে আলোচনায় এসেছেন শোয়েব। 

ভিডিওতে পাশাপাশি দুজনের খুনসুটি পাকিস্তান সমর্থকেরা দারুণ উপভোগ করেছেন। ভিডিওর মন্তব্য ঘরে (কমেন্ট বক্সে) সেটা জানিয়েছেন তাঁরা। ভিডিওতে আফ্রিদির সঙ্গে নিজের কিছু ‘সমস্যার’ কথা বলেন শোয়েব। সমস্যার কথা শুনে অবাক হওয়ার পরক্ষণে সবার ভুল ভাঙান শোয়েব। বলেন, ‘আমার চেয়ে আফ্রিদি দেখতে অনেক বেশি সুন্দর।’ 

সৌন্দর্য দিয়ে গ্যালারিতেও কম ‘ভোগান্তি’ পোহাতে হয়নি আফ্রিদিকে। দারুণ মোহনীয় চুলেও নজর কেড়েছেন তরুণীদের। আফ্রিদির সঙ্গে সমস্যা হিসেবে শোয়েব বললেন, ‘আমার চেয়ে আফ্রিদির চুল বেশি।’ 

খেলোয়াড়ি জীবনে বড় ছক্কা মারার জন্য বিখ্যাত ছিলেন আফ্রিদি। অনেকেই তো আদর করে তাঁকে ডাকেন ‘বুম বুম আফ্রিদি’ নামে। অন্য দিকে ছক্কার বদলে বোলিংয়ে ঝড় তুলতে বিখ্যাত ছিলেন শোয়েব। প্রতিপক্ষ ব্যাটারের স্টাম্প ছিন্নভিন্ন করতে তাঁর জুড়ি নেই। আফ্রিদির মতো বড় ছক্কা মারতে না পারাকেও তাঁর সঙ্গে সবচেয়ে বড় সমস্যা বলছেন শোয়েব। জনপ্রিয়তায় একজন আরেকজনকে টেক্কা দেন পাল্লা দিয়ে। তবে শোয়েব বললেন, ‘আফ্রিদি সব সময় আমার চেয়ে বেশি জনপ্রিয়।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত