তারাবিহ-সাহ্রিতে বিদ্যুতের সংকট হবে না: সংসদে প্রধানমন্ত্রী
আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি, তারাবিহের নামাজ ও সাহ্রির সময় বিদ্যুতের সমস্যা হবে না। বরং বিদ্যুৎ সাশ্রয়ের সময় যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় দিনের কোনো একসময় যখন চাহিদা কম তখন দুই-তিন ঘণ্টা যদি লোডশেডিং কর যায়, সহনীয় পর্যায়ে থাকবে, তাহলে কিন্তু আর বিদ্যুতে সংকট হবে না। বিশেষ করে তারাবিহ ও সাহ্রি