Ajker Patrika

গলায় বাল্বের মালা পরে লোডশেডিংয়ের অভিনব প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
গলায় বাল্বের মালা পরে লোডশেডিংয়ের অভিনব প্রতিবাদ

সিলেট শহরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ হয়ে এক ব্যক্তি অভিনব উপায়ে প্রতিবাদ জানিয়েছেন। গলায় বাল্বের মালা ঝুলিয়ে তিনি শহরে পদযাত্রা করেছেন।

আজ বুধবার সকাল ১১টার দিকে নগরের সুরমা মার্কেট পয়েন্ট থেকে শুরু করে কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, চৌহাট্টা, আম্বরখানা পয়েন্ট হয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট অফিস পর্যন্ত পদযাত্রা করেন মোহাম্মদ এহছানুল হক তাহের নামের এই ব্যক্তি। 

তিনি সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। এছাড়া ২০১০ সালে তিনি জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠকের পদক পান। 

পদযাত্রার আগে তাহের বলেন, সিলেট নগরে প্রায় এক মাস ধরে মাত্রাতিরিক্ত লোডশেডিং হচ্ছে। একদিকে প্রচন্ড গরম আর অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা চলছে। প্রচন্ড গরমে সাধারণ মানুষ নাজেহাল। এর মধ্যে দিনে ও রাতে ২৪ ঘন্টায় প্রায় ১০-১২ বার বিদ্যুৎ এর লোডশেডিং হয়। 

সিলেট নগরে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে গলায় বাল্বের মালা পড়ে পদযাত্রা প্রচন্ড তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সর্বাধিক কষ্টের শিকার হচ্ছেন সর্বস্তরের ব্যবসায়ী ও শ্রমজীবী সাধারণ মানুষ। সকাল, দুপুর, বিকেল এমনকি মধ্যরাতেও হচ্ছে লোডশেডিং। ফলে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ। সিলেটে গড়ে পাঁচ থেকে আট ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে। 

লোডশেডিং বন্ধ না হওয়া পর্যন্ত এই দাবি নিয়ে মাঠে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তাহের জানান, লোডশেডিংয়ের এই ভয়াবহ অবস্থা থেকে বিদ্যুৎ অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের মাঠ পর্যায়ে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। অন্যথায় সিলেটের জনসাধারণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত