Ajker Patrika

বরিশালে বিদ্যুৎবিভ্রাটে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিদ্যুৎবিভ্রাটে ভোগান্তি

বরিশাল নগরে পুরোপুরি গরম শুরু হয়নি। তবে কয়েক দিন ধরে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। গরম মৌসুমের এমন অবস্থাতেই নগরে বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ঘন ঘন যাচ্ছে বিদ্যুৎ। বিশেষ করে দুপুরে অফিস চলাকালীন, এমনকি ইফতারের সময়ও বিদ্যুৎ-বিভ্রাট দেখা দিয়েছে। এতে কষ্টে পড়ছে নগরবাসী। বিশেষ করে রোজা পালনকারীরা।

বিদ্যুৎ বিভাগ অবশ্য লোডশেডিং কিংবা বিভ্রাটের কথা স্বীকারই করেনি। তাদের দাবি, চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। তাহলে নগরে গত সোমবার থেকে তিন দিন ধরে বারবার কেন বিদ্যুৎ-বিভ্রাট হচ্ছে, এর কোনো জবাব পাওয়া যায়নি বিদ্যুৎ বিভাগের কাছ থেকে।

গতকাল বুধবার দুপুরে নগরের বাণিজ্যিক এলাকা গির্জা মহল্লা, প্যারারা রোড, সদর রোডে কয়েকবার থেমে থেমে বিদ্যুৎ যাওয়া-আসা করেছে। গির্জা মহল্লার একাধিক পোশাক ব্যবসায়ী বলেন, ‘তিন দিন ধরে একাধিকবার বিদ্যুৎ যাওয়া- আসা করেছে।’

বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী মো. ফারুক হোসেন বলেন, ‘আমাদের এই কার্যালয়ের আওতাধীন এলাকায় ৪৪ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। চাহিদা অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছি। যেখানে বিদ্যুৎ-বিভ্রাটের কথা বলা হচ্ছে, সেই এলাকা আমাদের আওতায় নেই।’

বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মঞ্জুরুল ইসলাম বলেন, ‘আমাদের এলাকায় ২৬ মেগাওয়াট বিদ্যুৎ দরকার। চাহিদা অনুযায়ী সবটা পাচ্ছি।’ তবে তিনি বিদ্যুৎ-বিভ্রাটের জন্য লাইনে ত্রুটি কিংবা ট্রান্সফরমার নষ্ট হওয়ার কথা জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত