ক্লপের লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত ‘মানতে পারছেন না’ তাঁর শিষ্য
মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের এমন সিদ্ধান্তে অনেকে হতবাক। অলরেড সমর্থকেরা তো বটে, অ্যানফিল্ডের তারকারাও গুরুর বিদায়ের খবরটা মানতে পারছেন না। ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তো বলেই দিলেন, এই খবর ‘মেনে নেওয়া কঠিন’।