এবারের মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল তাঁর এ ঘোষণায় হয়তো অবাকই হয়েছেন অল রেডদের সমর্থক। কেননা, জার্মান কোচের অধীনে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিচ্ছিল ক্লাবটি।
ক্লপের কারণেই লিভারপুলের খেলার ধাঁচকে বলা হয় ‘রক অ্যান্ড রোল’। ৫৬ বছর বয়সী কোচের ঘোষণায় সমর্থকদের মন খারাপ হলেও খুশি হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন।
ক্লপ চলে যাওয়ার ঘোষণায় গার্দিওলা জানিয়েছেন, এখন আরেকটু শান্তিতে ঘুমাতে পারব। গতকাল এফএ কাপের ম্যাচে শেষ মুহূর্তে নাথান ১ গোল টটেনহামকে হারানোর পর এমনটি জানিয়েছেন তিনি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে ধাক্কাও খেয়েছেন স্প্যানিশ কোচ, ‘কিছুটা ধাক্কা পেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
ক্লপের সঙ্গে দ্বৈরথটা মিস করবেন বলেও জানিয়েছেন গার্দিওলা। সঙ্গে তাঁর জন্য শুভকামনা জানিয়ে সিটির বস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। তাকে কাছ থেকে না চিনলেও জানি সে অসাধারণ একজন মানুষও। তাকে সবাই মিস করবে। ব্যক্তিগতভাবে আমি মিস করব। তার জন্য শুভকামনা রইল।’
কোচিং ক্যারিয়ারজুড়েই একে অপরে দুজন দুজনের বড় প্রতিপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আগে গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। সে বিষয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘বুঝতে পারছি সে ম্যানসিটিতেও আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছে। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল তার দল লিভারপুল। ব্যক্তিগতভাবে সে আমার বড় প্রতিদ্বন্দ্বী। সেই ডর্টমুন্ড-বায়ার্ন আমল থেকে। সে ডর্টমুন্ডে থাকার সময় আমি বায়ার্নে ছিলাম।’
এবারের মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়ুর্গেন ক্লপ। গতকাল তাঁর এ ঘোষণায় হয়তো অবাকই হয়েছেন অল রেডদের সমর্থক। কেননা, জার্মান কোচের অধীনে অন্যরকম এক ফুটবল খেলা উপহার দিচ্ছিল ক্লাবটি।
ক্লপের কারণেই লিভারপুলের খেলার ধাঁচকে বলা হয় ‘রক অ্যান্ড রোল’। ৫৬ বছর বয়সী কোচের ঘোষণায় সমর্থকদের মন খারাপ হলেও খুশি হয়েছেন পেপ গার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচের মন্তব্য শুনে মনে হচ্ছে তিনি যেন একটু হাফ ছেড়ে বাঁচলেন।
ক্লপ চলে যাওয়ার ঘোষণায় গার্দিওলা জানিয়েছেন, এখন আরেকটু শান্তিতে ঘুমাতে পারব। গতকাল এফএ কাপের ম্যাচে শেষ মুহূর্তে নাথান ১ গোল টটেনহামকে হারানোর পর এমনটি জানিয়েছেন তিনি। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিদায়ে ধাক্কাও খেয়েছেন স্প্যানিশ কোচ, ‘কিছুটা ধাক্কা পেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’
ক্লপের সঙ্গে দ্বৈরথটা মিস করবেন বলেও জানিয়েছেন গার্দিওলা। সঙ্গে তাঁর জন্য শুভকামনা জানিয়ে সিটির বস বলেছেন, ‘সে অবিশ্বাস্য একজন কোচ। তাকে কাছ থেকে না চিনলেও জানি সে অসাধারণ একজন মানুষও। তাকে সবাই মিস করবে। ব্যক্তিগতভাবে আমি মিস করব। তার জন্য শুভকামনা রইল।’
কোচিং ক্যারিয়ারজুড়েই একে অপরে দুজন দুজনের বড় প্রতিপক্ষ। ইংলিশ প্রিমিয়ার লিগের আগে গার্দিওলা বায়ার্ন মিউনিখের কোচ থাকার সময় বুরুসিয়া ডর্টমুন্ডের কোচ ছিলেন ক্লপ। সে বিষয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেছেন, ‘বুঝতে পারছি সে ম্যানসিটিতেও আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছে। কেননা, সাম্প্রতিক বছরগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল তার দল লিভারপুল। ব্যক্তিগতভাবে সে আমার বড় প্রতিদ্বন্দ্বী। সেই ডর্টমুন্ড-বায়ার্ন আমল থেকে। সে ডর্টমুন্ডে থাকার সময় আমি বায়ার্নে ছিলাম।’
বয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ মিনিট আগেলিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৪৩ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগে