Ajker Patrika

ক্লপ শপথ ভঙ্গ করায় তবে এমন বিধ্বংসী লিভারপুল 

ক্লপ শপথ ভঙ্গ করায় তবে এমন বিধ্বংসী লিভারপুল 

লুটন টাউনের বিপক্ষে ঘুরে দাঁড়ানো জয়ের পর ইয়ুর্গেন ক্লপের মহিমা রচনা করে চমৎকার এক শিরোনাম দিয়েছে দ্য অ্যাথলেটিক, ‘ইয়ুর্গেন ক্লপের লিভারপুলকে রাগাবেন না।’ রাগালে কী হয় সেটি কার না অজানা? লুটনও টের পেল গতকাল।

অ্যানফিল্ডে ১২ মিনিটে পিছিয়ে পড়েছিল অলরেডরা। এগিয়ে থাকার আনন্দ নিয়ে বিরতিতে গিয়েছিল লুটন। কিন্তু ফেরার পর উড়ে গেল পুরোপুরি। আরেকবার ঘুরে দাঁড়িয়ে ক্লপের শিষ্যরা জিতল ৪-১ গোলে। লিভারপুলের সঙ্গে ‘প্রত্যাবর্তন’ শব্দটির যে বহুদিনের সম্পর্ক!

সেই ২০০৫ সালে ইস্তাম্বুলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বা ২০১৯ সালে সেমিফাইনালে বার্সেলোনার মাঠে প্রথম ৩-০ গোলে পিছিয়ে পড়েও ফিরতি লেগে ৪-০ গোলের জয়—এমন অসংখ্য উদাহারণ দেওয়া যাবে। অবনমন অঞ্চলে থাকা লুটনের বিপক্ষে পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়ার পর সেসব গল্পই শিষ্যদের স্মরণ করিয়ে দিয়েছিলেন ক্লপ। ড্রেসিংরুমের আলোচনাটায় পরে সংবাদ সম্মেলনে মজা করে বললেন তিনি, ‘কয়েক মাস আগে শপথ করেছিলাম, আমি কখনো বার্সেলোনা ম্যাচের উদাহরণ দেবো না। তবে আমি শপথ ভঙ্গ করেছি।’

২৬ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিভারপুলও এ মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান ধরে রেখেছে। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত