শিষ্যের গোল কিংবা দলের জয়ের পর উদ্যাপনটা ভালোই করতে জানেন ইয়ুর্গেন ক্লপ। উদ্যাপনের মুহূর্ত পেলেই কিছু দূর খ্যাপাটে দৌড় দিয়ে বাতাসে মুষ্টিবদ্ধ ঘুষি ছুড়তে থাকেন তিনি। গতকালও নিউক্যাসলের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর এমনই উদ্যাপন করছিলেন লিভারপুল কোচ।
কিন্তু এবার উদ্যাপন করতে গিয়ে বিপদেই পড়তে যাচ্ছিলেন ক্লপ। নিজ দলের সমর্থকদের স্ট্যান্ডের সামনে উদ্যাপন করতে গিয়ে বিয়ের আংটি হারানোর শঙ্কায় ছিলেন তিনি। দলকে সমর্থন দিতে আসা দর্শকদের সঙ্গে জয় উদ্যাপনের সময় তাঁর আঙুল থেকে বিয়ের আংটি পড়ে যায় ঘাসে।
আংটি হারিয়ে হতভম্ব হয়ে যাওয়া ক্লপ কিছু সময় খোঁজাখুঁজি করলেন নিজেই। তবে মাঠে শিষ্যরা পারলেও নিজে সফল হতে পারলেন না জার্মান কোচ। ব্যর্থ কোচ তখন মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর সহায়তা চাইলেন। দুজনে খুঁজেও যখন পাচ্ছিলেন না, তখন ক্লপকে সহায়তা করেন ক্যামেরাম্যান। তাঁর খ্যাপাটে উদ্যাপনের সময় ক্যামেরাম্যান প্রায় সব সময় সঙ্গেই ছিলেন।
ক্যামেরাম্যান এসে তখন সঠিক জায়গাটা দেখিয়ে দেন। আংটি পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচেন ক্লপ। বিয়ের আংটি পেয়েই ক্যামেরার লেন্সের সামনে চুমু এঁকে দেন। এরপর আবারও দৌড় শুরু করে দেন তিনি। আর মাঠ ছাড়ার সময় ক্যামেরাম্যানের সঙ্গে কোলাকুলি করে ধন্যবাদও জানান তিনি।
ক্যামেরাম্যানকে ধন্যবাদ শুধু মাঠেই নয়, বাইরেও দিয়েছেন ক্লপ। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরাম্যানকে নায়ক বলে সম্বোধন করেছেন তিনি। লিভারপুল কোচ বলেছেন, ‘সাধারণত জুয়েলারি পরি না। তবে এই আংটিটা বিশেষ কিছু, যা ছাড়া আমি বাঁচতে পারি না। খুঁজে দেওয়া ক্যামেরাম্যান আমার নায়ক। ২০২৪ সালের জন্য সে আমার নতুন নায়ক। তাঁর প্রয়োজন পড়লে এখন থেকে সে আমার ছবি তুলতে পারবে।’
তবে বিয়ের আংটি হারানো এবারই প্রথমবার নয় ক্লপের। আর আগেও একবার হারিয়েছিলেন তিনি। সেবার ডুবুরির সহায়তায় আংটি পেয়েছিলেন ৫৬ বছর বয়সী কোচ। সেই ঘটনার বিষয়ে তিনি বলেছেন, ‘এর আগেও একবার হারিয়েছিলাম। সেবার পানিতে থাকার কারণে পেশাদার ডুবুরির সহায়তা পেয়েছিলাম। প্রায়ই আমি পাউন্ড হারাই এবং এটিও হতে পারে।’
ক্লপের আংটি হারানোর ম্যাচে নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ২০ ম্যাচে ৪৫ পয়েন্টে শীর্ষে তারা। আর সমান ম্যাচে ৪২ পয়েন্টে দুইয়ে অ্যাস্টন ভিলা। জয়ের ম্যাচে মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করেছেন। মিসরীয় স্ট্রাইকারের সঙ্গে ১টি করে গোল করেছেন কার্টিস জোনস ও কোডি গাকপো। আর প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোল ২টি আলেক্সজান্ডার ইসাক ও সেভেন বোটম্যানের।
শিষ্যের গোল কিংবা দলের জয়ের পর উদ্যাপনটা ভালোই করতে জানেন ইয়ুর্গেন ক্লপ। উদ্যাপনের মুহূর্ত পেলেই কিছু দূর খ্যাপাটে দৌড় দিয়ে বাতাসে মুষ্টিবদ্ধ ঘুষি ছুড়তে থাকেন তিনি। গতকালও নিউক্যাসলের বিপক্ষে ৪-২ গোলের জয়ের পর এমনই উদ্যাপন করছিলেন লিভারপুল কোচ।
কিন্তু এবার উদ্যাপন করতে গিয়ে বিপদেই পড়তে যাচ্ছিলেন ক্লপ। নিজ দলের সমর্থকদের স্ট্যান্ডের সামনে উদ্যাপন করতে গিয়ে বিয়ের আংটি হারানোর শঙ্কায় ছিলেন তিনি। দলকে সমর্থন দিতে আসা দর্শকদের সঙ্গে জয় উদ্যাপনের সময় তাঁর আঙুল থেকে বিয়ের আংটি পড়ে যায় ঘাসে।
আংটি হারিয়ে হতভম্ব হয়ে যাওয়া ক্লপ কিছু সময় খোঁজাখুঁজি করলেন নিজেই। তবে মাঠে শিষ্যরা পারলেও নিজে সফল হতে পারলেন না জার্মান কোচ। ব্যর্থ কোচ তখন মাঠে নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মীর সহায়তা চাইলেন। দুজনে খুঁজেও যখন পাচ্ছিলেন না, তখন ক্লপকে সহায়তা করেন ক্যামেরাম্যান। তাঁর খ্যাপাটে উদ্যাপনের সময় ক্যামেরাম্যান প্রায় সব সময় সঙ্গেই ছিলেন।
ক্যামেরাম্যান এসে তখন সঠিক জায়গাটা দেখিয়ে দেন। আংটি পেয়ে যেন হাঁফ ছেড়ে বাঁচেন ক্লপ। বিয়ের আংটি পেয়েই ক্যামেরার লেন্সের সামনে চুমু এঁকে দেন। এরপর আবারও দৌড় শুরু করে দেন তিনি। আর মাঠ ছাড়ার সময় ক্যামেরাম্যানের সঙ্গে কোলাকুলি করে ধন্যবাদও জানান তিনি।
ক্যামেরাম্যানকে ধন্যবাদ শুধু মাঠেই নয়, বাইরেও দিয়েছেন ক্লপ। ম্যাচ শেষে বেইন স্পোর্টসকে সাক্ষাৎকার দেওয়ার সময় ক্যামেরাম্যানকে নায়ক বলে সম্বোধন করেছেন তিনি। লিভারপুল কোচ বলেছেন, ‘সাধারণত জুয়েলারি পরি না। তবে এই আংটিটা বিশেষ কিছু, যা ছাড়া আমি বাঁচতে পারি না। খুঁজে দেওয়া ক্যামেরাম্যান আমার নায়ক। ২০২৪ সালের জন্য সে আমার নতুন নায়ক। তাঁর প্রয়োজন পড়লে এখন থেকে সে আমার ছবি তুলতে পারবে।’
তবে বিয়ের আংটি হারানো এবারই প্রথমবার নয় ক্লপের। আর আগেও একবার হারিয়েছিলেন তিনি। সেবার ডুবুরির সহায়তায় আংটি পেয়েছিলেন ৫৬ বছর বয়সী কোচ। সেই ঘটনার বিষয়ে তিনি বলেছেন, ‘এর আগেও একবার হারিয়েছিলাম। সেবার পানিতে থাকার কারণে পেশাদার ডুবুরির সহায়তা পেয়েছিলাম। প্রায়ই আমি পাউন্ড হারাই এবং এটিও হতে পারে।’
ক্লপের আংটি হারানোর ম্যাচে নিউক্যাসলকে ৪-২ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থান আরও মজবুত করেছে লিভারপুল। ২০ ম্যাচে ৪৫ পয়েন্টে শীর্ষে তারা। আর সমান ম্যাচে ৪২ পয়েন্টে দুইয়ে অ্যাস্টন ভিলা। জয়ের ম্যাচে মোহাম্মদ সালাহ পেনাল্টি মিস করলেও পরে জোড়া গোল করেছেন। মিসরীয় স্ট্রাইকারের সঙ্গে ১টি করে গোল করেছেন কার্টিস জোনস ও কোডি গাকপো। আর প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোল ২টি আলেক্সজান্ডার ইসাক ও সেভেন বোটম্যানের।
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে