Ajker Patrika

আর্সেনালের ১১ বছরের অপেক্ষা কি এবার ফুরাবে

আর্সেনালের ১১ বছরের অপেক্ষা কি এবার ফুরাবে

অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফেরা যেকোনো দলেরই স্বপ্ন। লিভারপুল তাদের ঘরের মাঠে কেমন, কারও অজানা নয়। সেটি আরো বেশি জানা আর্সেনালের। প্রিমিয়ার লিগে ১১ বছর ধরে অ্যানফিল্ডের লালদুর্গ জয় করা হয়নি গানারদের। তবে এবার এই অপেক্ষার অবসান চান মিকেল আর্তেতা। আজ রাতে লিভারপুলের মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের প্রতি তাঁর আহ্বান, ‘এটা পরবর্তী চ্যালেঞ্জ। যাও এবং জিতে আসো।’

কিন্তু আর্সেনাল চলতি মৌসুমে যতই দাপট দেখাক না কেন, অ্যানফিল্ড জয় যে কত কঠিন সেটি ভালোই জানা আর্তেতার। তাঁর দল ১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে লিগে এ মৌসুমে শীর্ষে আছে। সমান ম্যাচে এক পয়েন্ট তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইউর্গেন ক্লপের শিষ্যরা। এমন একটা দলের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখা আর্তেতা শিষ্যদের প্রতি উচ্চারণ, ‘যদি শীর্ষে থাকতে চান তবে সেসব জায়গায় গিয়ে আপনাকে দাপট দেখাতে হবে। সেটি করার চেষ্টা করতে যাচ্ছি আমরা।’

ক্রিসমাসের আগে জয় নিয়ে শীর্ষস্থান আরও সুসংহত করার দিকে মনোযোগ দেওয়া আর্তেতা এমিরেটসে আছেন ৪ বছর ধরে। তাঁর অধীনে গত মৌসুমে অ্যানফিল্ডে ২ গোলে এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি আর্সেনাল। ২০১২ সালের সেপ্টেম্বর থেকে এই মাঠে হাসতে পারেনি গানাররা। তবে এবার হুংকার দিয়েই লালদুর্গ আক্রমণ করতে যাচ্ছেন আর্তেতা, ‘আমরা এটা ওল্ড ট্রাফোর্ডে করেছি, স্টামফোর্ড ব্রিজে করেছি। অন্যসব জায়গাও করে দেখিয়েছি বছর ধরে। আপনাকে তাদের চেয়ে ভালো খেলতে হবে। তাদের চেয়ে ভালো দল হিসেবে দাপট দেখিয়ে দর্শকদের চুপ করিয়ে দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত