Ajker Patrika

বড়দিনে গাজাবাসীকে মনে রাখার আহ্বান সালাহর

বড়দিনে গাজাবাসীকে মনে রাখার আহ্বান সালাহর

বিশ্বে ঝাঁক জমকের সঙ্গে পালন হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব ক্রিসমাস বা বড়দিন। বিশ্বের এক পাশে যখন আনন্দ-উদ্‌যাপনে ব্যস্ত মানুষ তখন ফিলিস্তিনবাসী কাঁদছে স্বজন হারানোর বেদনায়। অনেক দিন ধরে দেশটির গাজা উপত্যকা থেকে বিভিন্ন স্থানে ইসরায়েলি আগ্রাসনের ফলে ঘরছাড়া মানুষজন। আপনজন হারিয়ে শোকার্ত। ক্রিসমাসে তাদের মনে রাখার আহ্বান জানিয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ।

নিজে সব সময় অসহায় মানুষদের পাশে থাকতে চেষ্টা করেন সালাহ। বিভিন্ন সময় কষ্টে দিনাতিপাত করা মানুষদের সহায়তা করে সংবাদের শিরোনাম হয়েছেন। গাজাবাসীর কষ্টে তাঁর যে মন কাঁদবে সেটিই স্বাভাবিক। এর আগেও সালাহ ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন।

আজ বড়দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুঃখ ভারাক্রান্ত মনে একটি পোস্ট লিখেছেন লিভারপুল তারকা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে ক্রিসমাস ট্রির একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ক্রিসমাস এমন একটি সময় যখন পরিবারগুলো একত্রিত হয় এবং উদ্‌যাপন করে। কিন্তু নিষ্ঠুর যুদ্ধ চলছে মধ্যপ্রাচ্যে। বিশেষ করে, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চলছে গাজায়। এ বছর আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বড়দিন পালন করছি এবং সেসব পরিবারগুলোর সঙ্গে এই ব্যথা ভাগাভাগি করছি যারা তাদের প্রিয়জনকে হারিয়ে শোকাহত। দয়া করে তাদের কষ্টের কথা ভুলে যাবেন না। শুভ বড়দিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত