Ajker Patrika

ক্লপের লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত ‘মানতে পারছেন না’ তাঁর শিষ্য

ক্লপের লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত ‘মানতে পারছেন না’ তাঁর শিষ্য

মৌসুম শেষে লিভারপুল ছাড়ছেন ইয়ুর্গেন ক্লপ। জার্মান কোচের এমন সিদ্ধান্তে অনেকে হতবাক। অলরেড সমর্থকেরা তো বটে, অ্যানফিল্ডের তারকারাও গুরুর বিদায়ের খবরটা মানতে পারছেন না। ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক তো বলেই দিলেন, এই খবর ‘মেনে নেওয়া কঠিন’। 

গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে লিভারপুল ছাড়ার ঘোষণা দেন ক্লপ। চুক্তির মেয়াদ ২০২৬ পর্যন্ত থাকলেও আগামী জুলাইয়ে অ্যানফিল্ড থেকে বিদায় নেবেন তিনি। প্রিমিয়ার লিগে ‘সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীর’ বিদায়ের খবর শুনে ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার মন্তব্য, ‘কিছুটা ধাক্কা খেলাম। তবে আমি আনন্দিতও। কারণ সে না থাকায় লিভারপুলের বিপক্ষে ম্যাচের আগে আরেকটু শান্তিতে ঘুমাতে পারব।’ 

গতকাল ক্লপ জানান, লিভারপুল ছাড়ার বিষয়টি তিনি গত নভেম্বরেই ক্লাবকে জানিয়েছেন। তবে সেটি শুক্রবার জনসম্মুখে বলার আগ পর্যন্ত শিষ্য, ভক্ত-সমর্থকদের কেউ জানত না। স্বাভাবিকভাবে ক্লপের এই সিদ্ধান্তে অনেকে বিস্মিত হয়েছেন। লিভারপুলের ডাচ ডিফেন্ডার ফন ডাইকও তাদের একজন। ক্লপ তাঁর কাছে কী, সেটিই বলেছেন তিনি, ‘এই কোচ আমাদের কাছে, আমার কাছে, ক্লাবের কাছে অনেক কিছু। তবে তিনি সিদ্ধান্তটি নিয়েছেন নিজের ও তাঁর পরিবারের জন্য।’ 

৩২ বছর বয়সী এই তারকাকে সাউদাম্পটন থেকে ২০১৮ সালে অ্যানফিল্ডে আনেন ক্লপ। তাঁর অধীনেই ফন ডাইকের বিশ্বসেরা ডিফেন্ডারদের একজন হয়ে ওঠা। প্রিয় কোচের বিদায়ের খবর শুনে তিনি আরও বলেন, ‘এটা মেনে নেওয়া কঠিন কিন্তু আমাদের মানসিকতা হল খেলার দিকে মনোযোগ রাখা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত