Ajker Patrika

ফাইনালে চেলসিকে পেয়ে দুর্দান্ত বলছেন ক্লপ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ১৩: ৪৮
Thumbnail image

এক বছরের অপেক্ষা শেষে আবারও লিগ কাপের ফাইনালে দেখা হচ্ছে লিভারপুল-চেলসির। সর্বশেষ ২০২২ সালে দেখা হয়েছিল দুই দলের। সেবার নির্ধারিত সময়ে গোলশূন্য ড্রয়ের পর টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। 

গতকাল পুনরায় দুই দলের লড়াইয়ে নামার পথটা ঠিক করে দেয় লিভারপুল। দ্বিতীয় লেগে প্রতিপক্ষ ফুলহামের সঙ্গে ১-১ গোলে ম্যাচ ড্র করে। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় অল রেডদের ফাইনাল নিশ্চিত হয়। আর চেলসি এক দিন আগেই ২০১৫ সালের পর আবারও চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নামার কাজটা সেরে রেখেছে। 

চেনা প্রতিপক্ষকে ফাইনালে পেয়ে তাই দুর্দান্ত বলেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তিনি বলেছেন, ‘দুর্দান্ত। তাদের (চেলসি) বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে আমাদের। আর আমাদের প্রত্যাশাও জানা। আবার চেলসি। বাহ, কী একটা গল্প হতে যাচ্ছে!’ 

প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থেকে প্রতিপক্ষের মাঠে গতকাল খেলতে নামে লিভারপুল। ম্যাচ শুরু হওয়ার পরে লিডও পায় তারা। ১১ মিনিটে দলকে গোল উদ্‌যাপনের উপলক্ষ এনে দেন লুইস দিয়াজ। বিরতিতে যাওয়ার আগে আরও একটি গোল করেছিলেন দিয়াজ। তবে বল জালে পাঠানোর আগে তাঁর সতীর্থ দারউইন নুনেজ অফসাইড হওয়ায় তা বাতিল হয়। 

এই লিডে যখন ম্যাচ জয়ের স্বপ্ন দেখছিল লিভারপুল, ঠিক তখনই ম্যাচে সমতায় ফেরে ফুলহাম। ৭৬ মিনিটে ইসা দিওপ দলকে সমতায় ফেরালেও লিভারপুলের ফাইনাল খেলা ঠেকাতে পারেননি তিনি। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় ১৪ বারের মতো ফাইনালে উঠেছে অলরেডরা। সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়নও তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত