সৌম্য–লিটনদের ‘মনের রোগ’ সারাতে বলছেন সুজন
টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের ধারাবাহিকতার অভাব যেন নিয়মিত ঘটনা। ব্যাটসম্যানদের এই রানহীনতার কারণে ভুগতে হচ্ছে দলকেও। এমন ম্লান পারফরম্যান্সের জন্য দক্ষতা নয়, মানসিকতার সমস্যাকেই দায়ী করছেন বিসিবি পরিচালক ও টিম–লিডার খালেদ মাহমুদ সুজন। বলেছেন, ব্যাটসম্যানদের মনের ভয় দূর করতে হবে।