এখনো তামিমের সঙ্গী খুঁজছে বাংলাদেশ
‘ক্যারিয়ারে আমি ওপেনিংয়ে ২১ জন সঙ্গী পেয়েছি। এটি মনে হয় বিশ্ব রেকর্ড’—একবার মজা করে বলেছিলেন তামিম ইকবাল। এত সঙ্গীর ভিড়েও বাঁহাতি ওপেনার যেন বড় একা, নিঃসঙ্গ! ওয়ানডেতে লিটন দাস গত কিছুদিনে তামিমকে সঙ্গ দিচ্ছেন। কিন্তু বাকি দুই সংস্করণে? টেস্ট ও টি-টোয়েন্টিতে গত এক যুগেও ওপেনিংয়ে তামিমের সঙ্গে থিতু হত