নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি আর সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল। এই ম্যাচে মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন সাকিব আল হাসান
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে ২৮.৫ ওভারে ১২১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের সাকিব নিয়েছেন ৫ উইকেট। তাসকিন, সাইফউদ্দিন ও শরিফুল নিয়েছেন ১টি করে উইকেট।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জিম্ববুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। মারুমানিকে (০) বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। আরেক ওপনোর মাধিভেরেকে (৯) বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। ডিওন মায়ার্সকে ব্যক্তিগত ১৮ রানে শরিফুল ইসলামের বলে মোসাদ্দক হোসেন তালুবন্দি হন।
জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিপজ্জনক হওয়া আগেই সাজঘরে পাঠান সাকিব আল হাসান। ২৪ রান করা টেলর ফেরেন তাসকিনকে ক্যাচ দিয়ে। এই উইকেট দিয়েই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠেন সাকিব। ৭৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
সাকিব ঘূর্নিতে এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিক দল। রায়ান বার্ল, মুজারাবানির উইকেট তুলে নিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় জিম্বাবুয়ে। ৫৪ রান করে প্রতিরোধ গড়া চাকাবভার উইকেট সাকিব তুলে নিলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয় জিম্বাবুয়ের। এরপর শেষ ব্যাটসম্যান এনগারাভাকে ফিরিয়ে সাকিব ওয়ানডেতে চতুর্থবারের মতো পাঁচ উইকেট তুলে নেন। জিম্বাবুয়ে অলআউট ১২১ রানে।
এর আগে হারারে টেস্টের মতো আজও সেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন তীব্র চাপে, তখনই দলকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন লিটন আর মাহমুদউল্লাহ। টেস্টের মতো ওয়ানডেতেও দলে বিপদের সময় এই দুজনের ব্যাটে উদ্ধার হয় বাংলাদেশ। ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৯৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ রান করে জঙ্গুয়ের বলে আউট হলে ভাঙে এ জুটি।
তবে এক প্রান্তে আগলে রেখে এগিয়ে যান লিটন। নিজের চতুর্থ ওয়ানডে ফিটটিকে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পরিণত করতে লিটন খেলেছেন ১১০ বলে। ব্যাটিং বিপর্যয় সামলাতে শুরুতে ধীরলয়েই এগিয়েছেন লিটন। প্রথম বাউন্ডারি পেতে লেগেছে ৩৭ বল। স্ট্রোক প্লে খেলে অভ্যস্ত লিটনের স্ট্রাইকরেট এ সময় ৫০–এর নিচে নেমে আসে। বাউন্ডারির চেয়ে লিটন চেয়েছেন প্রান্ত বদল করেই রানের চাকা সচল রাখতে। ৪৭ রানই তাঁর এসেছে সিঙ্গেলে। তবে থিতু হয়ে যাওয়ার পর স্ট্রাইকরেট বাড়তে শুরু করে লিটনের। পুরো ইনিংসে ৮টা বাউন্ডারি মারা লিটনের স্ট্রাইকরেট শেষ পর্যন্ত ৯০–এর কাছাকাছি। লিটনের ১০২ রানের ঝকঝকে ইনিংসটা শেষ হয়েছে এনগারাভার শর্ট বলটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করতে গিয়ে বদলি ফিল্ডার ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ হয়ে।
লিটনের দুর্দান্ত ইনিংসের আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চাপে ছিল বাংলাদেশ। ৭৪ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে তামিম (০), সাকিব (১৯), মিঠুন (১৯) ও মোসাদ্দেককে (৫)। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে লিটনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে চাপমুক্ত করে। মাহমুদউল্লাহ ৩৩ রান করে আউট হন। আফিফ হোসেন আর মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে আরও ৫৮ রান যোগ করেন। আফিফ ৩৫ বলে ৪৫ ও মিরাজ ২৬ রান করে আউট হন। এতেই ৯ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন লিটন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬ / ৯ (লিটন ১০২, আফিফ ৪৫, মাহমুদউল্লাহ ৩৩, মিরাজ ২৬; জঙ্গোয়ে ৩ / ৫১, মুজারাবানি ২ / ৪৭ এনগারাভা ২ / ৬১, চাতারা ১ / ৪৯)
জিম্বাবুয়ে: ২৮.৫ ওভারে ১২১ (চাকাবভা ৫৪, টেলর ২৪, মায়ার্স ১৮; সাকিব ৫ / ৩০, তাসকিন ১ / ২২, সাইফউদ্দিন ১ / ২৩, শরিফুল ১ / ২৮)
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরি আর সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে তামিম ইকবালের দল। এই ম্যাচে মাশরাফি বিন মর্তুজাকে টপকে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের নতুন রেকর্ড গড়েন সাকিব আল হাসান
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ২৭৬ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাটিং করতে নেমে ২৮.৫ ওভারে ১২১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশের সাকিব নিয়েছেন ৫ উইকেট। তাসকিন, সাইফউদ্দিন ও শরিফুল নিয়েছেন ১টি করে উইকেট।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জিম্ববুয়ের শুরুটা মোটেও ভালো হয়নি। মারুমানিকে (০) বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। আরেক ওপনোর মাধিভেরেকে (৯) বোল্ড করে ফেরান তাসকিন আহমেদ। ডিওন মায়ার্সকে ব্যক্তিগত ১৮ রানে শরিফুল ইসলামের বলে মোসাদ্দক হোসেন তালুবন্দি হন।
জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেলরকে বিপজ্জনক হওয়া আগেই সাজঘরে পাঠান সাকিব আল হাসান। ২৪ রান করা টেলর ফেরেন তাসকিনকে ক্যাচ দিয়ে। এই উইকেট দিয়েই ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠেন সাকিব। ৭৪ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।
সাকিব ঘূর্নিতে এই চাপ আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগতিক দল। রায়ান বার্ল, মুজারাবানির উইকেট তুলে নিয়ে ম্যাচ থেকেই ছিটকে যায় জিম্বাবুয়ে। ৫৪ রান করে প্রতিরোধ গড়া চাকাবভার উইকেট সাকিব তুলে নিলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয় জিম্বাবুয়ের। এরপর শেষ ব্যাটসম্যান এনগারাভাকে ফিরিয়ে সাকিব ওয়ানডেতে চতুর্থবারের মতো পাঁচ উইকেট তুলে নেন। জিম্বাবুয়ে অলআউট ১২১ রানে।
এর আগে হারারে টেস্টের মতো আজও সেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ যখন তীব্র চাপে, তখনই দলকে উদ্ধার করতে এগিয়ে এসেছেন লিটন আর মাহমুদউল্লাহ। টেস্টের মতো ওয়ানডেতেও দলে বিপদের সময় এই দুজনের ব্যাটে উদ্ধার হয় বাংলাদেশ। ওয়ানডেতে নিজের চতুর্থ ফিফটি তুলে নেন লিটন। পঞ্চম উইকেট জুটিতে দুজন যোগ করেন ৯৩ রান। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ রান করে জঙ্গুয়ের বলে আউট হলে ভাঙে এ জুটি।
তবে এক প্রান্তে আগলে রেখে এগিয়ে যান লিটন। নিজের চতুর্থ ওয়ানডে ফিটটিকে চতুর্থ ওয়ানডে সেঞ্চুরিতে পরিণত করতে লিটন খেলেছেন ১১০ বলে। ব্যাটিং বিপর্যয় সামলাতে শুরুতে ধীরলয়েই এগিয়েছেন লিটন। প্রথম বাউন্ডারি পেতে লেগেছে ৩৭ বল। স্ট্রোক প্লে খেলে অভ্যস্ত লিটনের স্ট্রাইকরেট এ সময় ৫০–এর নিচে নেমে আসে। বাউন্ডারির চেয়ে লিটন চেয়েছেন প্রান্ত বদল করেই রানের চাকা সচল রাখতে। ৪৭ রানই তাঁর এসেছে সিঙ্গেলে। তবে থিতু হয়ে যাওয়ার পর স্ট্রাইকরেট বাড়তে শুরু করে লিটনের। পুরো ইনিংসে ৮টা বাউন্ডারি মারা লিটনের স্ট্রাইকরেট শেষ পর্যন্ত ৯০–এর কাছাকাছি। লিটনের ১০২ রানের ঝকঝকে ইনিংসটা শেষ হয়েছে এনগারাভার শর্ট বলটা ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করতে গিয়ে বদলি ফিল্ডার ওয়েলিংটন মাসাকাদজার হাতে ক্যাচ হয়ে।
লিটনের দুর্দান্ত ইনিংসের আগে ব্যাটিং বিপর্যয়ে পড়ে চাপে ছিল বাংলাদেশ। ৭৪ রানের মধ্যে বাংলাদেশ হারিয়েছে তামিম (০), সাকিব (১৯), মিঠুন (১৯) ও মোসাদ্দেককে (৫)। এরপর পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে লিটনের ৯৩ রানের জুটি বাংলাদেশকে চাপমুক্ত করে। মাহমুদউল্লাহ ৩৩ রান করে আউট হন। আফিফ হোসেন আর মেহেদী হাসান মিরাজ সপ্তম উইকেট জুটিতে আরও ৫৮ রান যোগ করেন। আফিফ ৩৫ বলে ৪৫ ও মিরাজ ২৬ রান করে আউট হন। এতেই ৯ উইকেটে ২৭৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। দুর্দান্ত সেঞ্চুরিতে ম্যাচসেরা হয়েছেন লিটন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৬ / ৯ (লিটন ১০২, আফিফ ৪৫, মাহমুদউল্লাহ ৩৩, মিরাজ ২৬; জঙ্গোয়ে ৩ / ৫১, মুজারাবানি ২ / ৪৭ এনগারাভা ২ / ৬১, চাতারা ১ / ৪৯)
জিম্বাবুয়ে: ২৮.৫ ওভারে ১২১ (চাকাবভা ৫৪, টেলর ২৪, মায়ার্স ১৮; সাকিব ৫ / ৩০, তাসকিন ১ / ২২, সাইফউদ্দিন ১ / ২৩, শরিফুল ১ / ২৮)
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দিনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। গতকাল দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্ট গত এক বছরে ১৮ ইনিংসের ৯ বারই ২০০ রানের নিচে অলআউট...
৩ মিনিট আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
১ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
২ ঘণ্টা আগেডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
২ ঘণ্টা আগে