Ajker Patrika

‘ঘুমন্ত’ লিটনকে একাদশে দেখে অবাক ওয়াসিম

‘ঘুমন্ত’ লিটনকে একাদশে দেখে অবাক ওয়াসিম

বাংলাদেশের ওপেনাররা ব্যাট হাতে নামবেন, বাজে শট খেলবেন আর আউট হয়ে নত শিরে মাঠ ছাড়বেন—এ দৃশ্য দেখতে দেখতে এত দিনে দেশবাসী ক্লান্ত হয়ে পড়ার কথা!

দৃশ্যটির মঞ্চায়ন যাঁরা নিয়মিত করেন, তাঁদের অন্যতম লিটন দাস। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাবাহিকভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন যাচ্ছেন এ ওপেনার। 

ব্যাটিংয়ে লম্বা সময় ধরে বড় ইনিংস খেলতে পাচ্ছেন না লিটন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে দু-দুটি সহজ ক্যাচ ছেড়ে তো খলনায়কই বনে গেছেন। এরপর থেকে সমালোচকদের ছোড়া তিরে বিদ্ধ হচ্ছেন তিনি।

সে সমালোচনায় এবার যোগ দিলেন ওয়াসিম আকরাম। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার বিস্মিত হয়েছেন ব্যর্থ লিটন বারবার সুযোগ পাওয়ায়। ওয়াসিমের ভাষ্য, ‘লিটনকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। বাছাই পর্বের (প্রথম রাউন্ড) ম্যাচগুলোতেও সে রান করতে পারেনি, ভালো ফিল্ডিংও করছে না। জানি না, সে দলে কেন আছে।’ 

পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপ জেতা ওয়াসিম আরও বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ (শ্রীলঙ্কার বিপক্ষে) খুব ভালো ব্যাটিং করেছে। শারজার উইকেটে ১৭০ রান অনেক। এখানে আইপিএলে লো স্কোরিং ম্যাচ হয়েছে। শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলে দেওয়ার পর ভালো সুযোগ তৈরি হয়েছিল।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত