Ajker Patrika

আশা দিলেন লিটন, আফসোসও বাড়ালেন 

আপডেট : ০৭ জুলাই ২০২১, ২২: ৩৩
আশা দিলেন লিটন, আফসোসও বাড়ালেন 

মাহমুদউল্লাহ রিয়াদ টেস্ট খেলতে নেমেছেন ১৬ মাস পর। তিনি যখন ব্যাট করতে নামলেন বাংলাদেশ  তখন ১৩২ রান তুলতে হারিয়ে ফেলেছে ৬ উইকেট। এক প্রান্তে লড়াই করছিলেন লিটন দাস। মাহমুদউল্লাহকে সঙ্গে নিয়ে বিপর্যয় থেকে দলকে টেনে তুললেন লিটন। প্রথম সেঞ্চুরি কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন। তবে ৯৫ রানে ফিরে গেছেন আফসোস বাড়িয়ে। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেট ২৯৪ রান। 

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে লিটন যখন উইকেটে এসেছিলেন, দলের রান তখন ৫ উইকেটে ১০৯। লিটন যখন ফিরছেন বাংলাদেশের রান তখন ৭ উইকেটে ২৭০, তাঁর রান ৯৫। নড়বড়ে নব্বইয়ে কাটা পড়ে ডোনাল্ড টিরিপানোর বলে পুল শট খেলতে ধরা পড়লেন ভিক্টর নায়ুচির হাতে। ১৪৭ বলে ১৩ চারে ৬৪.৬২ স্ট্রাইকরেটে দারুণ এক ইনিংসই খেলেছেন তিনি। ইনিংসটা পূর্ণতা পেত যদি সেঞ্চুরিটা করতে পারতেন। ফেরার আগে সপ্তম উইকেট জুটিতে মাহমুদউল্লাহর সঙ্গে গড়েছেন ১৩৮ রানের জুটি।

লিটনের আউটের পর আবারও বিপদে পড়ে বাংলাদেশ। টিরিপানোর পরের বলেই ‘ডাক’ মেরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ দলের এখন একমাত্র ভরসা মাহমুদউল্লাহ। ১৬ মাস পর খেলতে নেমেই পেয়েছেন ফিফটি। অপরাজিত আছেনর ৫৪ রানে। এর আগে অধিনায়ক মুমিনুল হক করেন ৭০ রান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত