Ajker Patrika

শূন্য দিয়েই শুরু লিটনের

নিজস্ব প্রতিবেদক
শূন্য দিয়েই শুরু লিটনের

ঢাকা: সময়টা আসলেই বাজে যাচ্ছে লিটন দাসের। সীমিত ওভারের ক্রিকেটে রান করতেই যেন ভুলে গেছেন এই ওপেনার! উইকেটে এসেই দ্রুত ফিরে যাওয়াটা ‘নিয়ম’ বানিয়ে ফেলা লিটনকে ফেরাতে খুব একটা বেগ পেতে হচ্ছে না প্রতিপক্ষের বোলারদের!

সাদা বলের ক্রিকেটে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে লিটনের শেষ হয়েছিল ‘শূন্য’ দিয়ে। গত ১ এপ্রিল কিউইদের বিপক্ষে সফরের শেষ টি–টোয়েন্টিতে টিম সাউদির বলে বোল্ড হয়ে লিটন ফিরেছিলেন প্রথম বলেই। একই মাসে শ্রীলঙ্কা সফরে দুই টেস্টে একটি ফিফটি করে রানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু সাদা বল আসতেই আবার সেই পুরোনো লিটন!

ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে লিটন ফিরেছেন শূন্য রানে। এই ওয়ানডেতে মাঠে নামার আগে এই বছর ৭ ওয়ানডেতে লিটনের রান ছিল ৭৬। আজ ম্যাচের সংখ্যা একটি বেড়ে গেলেও রানের সংখ্যায় কোনো হেরফের নেই!

মার্টিন গাপটিল–ট্রেন্ট বোল্টদের বিপক্ষে এপ্রিলে শেষ টি–টোয়েন্টিতে শুধু ওই শূন্য নয়, ওই সফরে ওয়ানডেতেও শূন্য রানে ফিরেছিলেন লিটন। তিন ওয়ানডেতে তাঁর ইনিংস—১৯, ০ ও ২১। টি–টোয়েন্টি সিরিজটা পারলে লিটন ভুলেই যাবেন! তিন টি–টোয়েন্টিতে করেছিলেন সাকল্যে ১০ রান। প্রথম দুই ইনিংসে ৪ ও ৬ এর পর শেষ ইনিংসে বড় গোল্লা। অবশ্য নিউজিল্যান্ড সফরের আগে দেশে উইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজটা অতটা খারাপ যায়নি এই টপ অর্ডার ব্যাটসম্যানের। দুই টেস্টেই করেছিলেন দুটি ফিফটি। কিন্তু যে সংস্করণে যিনি সবচেয়ে বেশি রানের ফোয়ারা ছোটান, সেখানেই কিনা ধারাবাহিক ব্যর্থ হচ্ছেন।

ডানহাতি–বাঁহাতি সমন্বয় মেলাতে লিটনকে ওপেনিংয়ে তামিমের সঙ্গে নিয়মিত সুযোগ দিচ্ছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। সুযোগটি কি তিনি কাজে লাগাতে পারছেন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত