Ajker Patrika

বাংলাদেশি ক্লাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৬: ২৩
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ফাইল ছবি
ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুমের জন্য দল সাজানোর আগে বিপাকে পড়ে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। তাদের দলবদল কার্যক্রমে নিষেধাজ্ঞা দেয় ফিফা। দলবদলের সময় শেষ হওয়ার ৮ দিন আগে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে সক্ষম হয়েছে তারা।

ফকিরেরপুলের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, ‘আমাদের দল গঠনে আর কোনো বাধা নেই।’

ফকিরেরপুলের বিরুদ্ধে অভিযোগটি আনেন মূলতউজবেকিস্তানের ফুটবলার সারদোর জাকানোভ। গত মৌসুমে ৯ ম্যাচে ৩ গোল ও ২ অ্যাসিস্ট করেন জাকানোভ। তবে লিগের প্রথম পর্বের পর আর দেখা যায়নি তাঁকে। ২০-২৫ লাখ টাকা পারিশ্রমিক বকেয়া ছিল তাঁর।

১৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে গত মৌসুমে পয়েন্ট টেবিলের আটে থাকে ফকিরেরপুল। দলবদলে তাদের ওপর নিষেধাজ্ঞা দেখে ঢাকা ওয়ান্ডারার্সকে স্টান্ডবাই হিসেবে রেখেছিল বাফুফে। ওয়ান্ডারার্সও প্রিমিয়ার লিগে খেলার জন্য প্রস্তুত। তবে ফকিরেরপুল জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই দল গঠনের ব্যাপারে আশাবাদী তারা। ১৪ আগস্ট শেষ হবে দলবদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত