Ajker Patrika

সৌম্য–লিটনদের ‘মনের রোগ’ সারাতে বলছেন সুজন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৭ জুন ২০২১, ১৪: ৪৭
সৌম্য–লিটনদের ‘মনের রোগ’ সারাতে বলছেন সুজন

ঢাকা: এখনো ছন্দে ফিরতে পারেননি সৌম্য সরকার–লিটন দাস। ব্যাটসম্যানদের ছন্দে হারিয়ে ফেলার কারণ হিসেবে খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন, মানসিকভাবেই পিছিয়ে তাঁরা। মনের ভয়টা দূর করার তাগিদ দিয়েছেন বিসিবির এই পরিচালক।

লিটন দাস, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন সবাই আন্তর্জাতিক ক্রিকেটে অনেকটা সময় পার করেছেন। তবু ধারাবাহিক হতে না পারার কারণ খুঁজতে গিয়ে তাঁদের প্রতিভা, ক্রিকেট দক্ষতায় ঘাটতি দেখছেন না সুজন। সুজন মনে করেন, সমস্যাটা আসলে ক্রিকেটারদের মনে, ‘আমরা মানসিকভাবে পিছিয়ে আছি। আমরা যে পারি না সেটা নয়। কোচের দৃষ্টিকোণ থেকে বলব, ব্যাটসম্যানদের মধ্যে ব্যর্থতার একটা ভয় কাজ করছে। যদি ব্যর্থতার ভয় থাকে কোনো কিছুই কাজে লাগানো যায় না।’

সমস্যাটা থেকে বের হতে সুজনের পরামর্শ, ব্যর্থতার ভয় ঝেড়ে ফেলে স্বাধীনভাবে খেলতে হবে। শট নির্বাচনে আরও সচেতন হতে তবে ব্যাটসম্যানদের। কাল মিরপুরে সুজন তাই বললেন, ‘আমি ক্রিকেটারদের স্বাধীনতা দিতে চাই। টি-টোয়েন্টিতে ভালো বলে ব্যাটসম্যান আউট হতেই পারে। কিন্তু এই মানসিকতা ঠিক করতে হবে। খারাপ খেললে জাতীয় দলে খেলতে পারব না, এই ভাবনা দূর করতে হবে। ব্যর্থতার কথা চিন্তা করে খেললে আপনি সফল হতে পারবেন না। আত্মবিশ্বাসও অনেক কমে যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত