‘মিয়ামিতে প্রতিযোগিতা করতেই আসছে মেসি-বুসকেতস’
লিওনেল মেসি, সার্জিও বুসকেতস বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন এক যুগেরও বেশি সময়। বার্সাকে দুজনে এনে দিয়েছেন একের পর এক সাফল্য। বার্সায় এখন কেউ না থাকলেও দুজনের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে ইন্টার মিয়ামিতে। প্রতিযোগিতামূলক ফুটবল খেলাই মেসি-বুসকেতসের লক্ষ্য বলে মনে করেন জেরার্দো মার্টিনো।