শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করা বেশ স্বাভাবিক ঘটনা। তেমনই আজ মেজর লিগ সকারের (এমএলএস) এক ম্যাচে ইন্টার মিয়ামিকে নিশ্চিত হার থেকে বাঁচালেন এক সুপার সাব। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ম্যাচ ড্র করলেন হোসেফ মার্তিনেজ।
ফ্লোরিডার ডিএনভি পিএনকে স্টেডিয়ামে আজ এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি-কলাম্বাস। ২৩ মিনিটে ডার্লিংটন নাগবের গোলে এগিয়ে যায় কলাম্বাস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কলাম্বাস। ৫৭ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান রামিরেজের গোলে এগিয়ে যায় কলাম্বাস। আর ৭৪ মিনিটে নিকোলাস মার্সেলো স্তেফানেল্লির পরিবর্তে নামেন মার্তিনেজ। নিশ্চিত হার যখন ছিল সময়ের ব্যাপার মাত্র, তখনই মার্তিনেজের ম্যাজিক। ৮৯ মিনিটে ডি বক্সের ভেতর ক্যাম্পানার পাস থেকে বল রিসিভ করে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান মার্তিনেজ। ২-২ গোলে ড্র হয় ইন্টার মিয়ামি-কলাম্বাস ম্যাচ।
এই ম্যাচ ড্র করেও পয়েন্ট তালিকার তলানিতে আছে ইন্টার মিয়ামি। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে তারা। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষে লিওনেল মেসির গন্তব্য এখন ইন্টার মিয়ামি। মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এমএলএস অল স্টার্সের বিপক্ষে আর্সেনালের ম্যাচে খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মার্তিনেজের।
শেষ মুহূর্তের গোলে ম্যাচ ড্র করা বেশ স্বাভাবিক ঘটনা। তেমনই আজ মেজর লিগ সকারের (এমএলএস) এক ম্যাচে ইন্টার মিয়ামিকে নিশ্চিত হার থেকে বাঁচালেন এক সুপার সাব। দুর্দান্ত এক বাইসাইকেল কিকে ম্যাচ ড্র করলেন হোসেফ মার্তিনেজ।
ফ্লোরিডার ডিএনভি পিএনকে স্টেডিয়ামে আজ এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মিয়ামি-কলাম্বাস। ২৩ মিনিটে ডার্লিংটন নাগবের গোলে এগিয়ে যায় কলাম্বাস। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে কলাম্বাস। ৫৭ মিনিটে লিওনার্দো ক্যাম্পানার গোলে সমতায় ফেরে মিয়ামি। এরপর ৬৯ মিনিটে ক্রিস্টিয়ান রামিরেজের গোলে এগিয়ে যায় কলাম্বাস। আর ৭৪ মিনিটে নিকোলাস মার্সেলো স্তেফানেল্লির পরিবর্তে নামেন মার্তিনেজ। নিশ্চিত হার যখন ছিল সময়ের ব্যাপার মাত্র, তখনই মার্তিনেজের ম্যাজিক। ৮৯ মিনিটে ডি বক্সের ভেতর ক্যাম্পানার পাস থেকে বল রিসিভ করে দুর্দান্ত এক বাইসাইকেল কিকে সমতায় ফেরান মার্তিনেজ। ২-২ গোলে ড্র হয় ইন্টার মিয়ামি-কলাম্বাস ম্যাচ।
এই ম্যাচ ড্র করেও পয়েন্ট তালিকার তলানিতে আছে ইন্টার মিয়ামি। ২০ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ১৫ নম্বরে রয়েছে তারা। ২৯ ক্লাব নিয়ে হচ্ছে এই মৌসুমের এমএলএস। ইস্টার্ন কনফারেন্সে খেলবে ১৫ ক্লাব ও ১৪ ক্লাব খেলবে ওয়েস্টার্ন কনফারেন্সে। প্রত্যেকেই ৩৪টি করে ম্যাচ খেলবে, যার মধ্যে নিজ কনফারেন্সের দলের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। আর বাকি কনফারেন্সের চার অথবা পাঁচ দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো। দুই কনফারেন্স থেকে ৯টি করে দল উঠবে এমএলএস কাপ প্লে অফে।
বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) পর্ব শেষে লিওনেল মেসির গন্তব্য এখন ইন্টার মিয়ামি। মিয়ামির সঙ্গে মেসির আনুষ্ঠানিক চুক্তিটাই শুধু বাকি। এমএলএস অল স্টার্সের বিপক্ষে আর্সেনালের ম্যাচে খেলার কথা ছিল মেসির। এরপর জানা যায়, আর্সেনালের বিপক্ষে অভিষেক হচ্ছে না আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের। ২১ জুলাই মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অভিষেক হতে পারে মার্তিনেজের।
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৯ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
১০ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
১১ ঘণ্টা আগে