আপনার স্বজন কি ভুলে যাচ্ছে সবকিছু
ভুলে যাওয়া একটি রোগ। এর নাম ডিমেনশিয়া। তবে সাধারণভাবে কিছু ভুলে যাওয়া রোগ নয়। অবশ্য শুধু ভুলে যাওয়াই নয়। ‘ডিমেনশিয়া’ শব্দটি একগুচ্ছ লক্ষণকে বোঝায়, যাতে স্মৃতিশক্তি কমে যাওয়া, চিন্তা, মনোযোগ ও ভাষা প্রকাশে সমস্যা হওয়া, ব্যক্তিত্ব ও মেজাজের পরিবর্তন ঘটা ইত্যাদি অন্তর্ভুক্ত।