ফুটপাতে হকারের রাজত্ব
রাজবাড়ীর পাংশা পৌর শহরের বেশির ভাগ ফুটপাত দিয়ে হাঁটার উপায় নেই। রাস্তার দুই পাশে ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরে হকারেরা ব্যবসা পরিচালনা করে আসছেন। যে কারণে সংকুচিত হয়ে গেছে চলাচলের পথ। এ ছাড়াও যত্রতত্র মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান পার্ক করার কারণে বাড়ছে যানজট। ফলে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের।