নেত্রকোনায় হালট ভেঙে পুকুরে, চলাচল ব্যাহত
বহু বছরের পুরোনো হালট ভাঙতে ভাঙতে চলে গেছে পুকুরের পেটে। সামান্য যেটুকু অবশিষ্ট আছে, সেখানে উপড়ে পড়ার ঝুঁকিতে রয়েছে কয়েকটি ফলদ গাছ। অথচ একসময় এই হালটই ছিল শিমুলজানি গ্রামের উত্তরপাড়া ও পূর্বের কাজিপাড়া গ্রামের মানুষের নেত্রকোনা জেলা সদরে যাওয়ার প্রধান রাস্তা।