Ajker Patrika

দেড় কিলোমিটার রাস্তা বেহাল, শত শত মানুষের দুর্ভোগ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২২, ১২: ২০
দেড় কিলোমিটার রাস্তা বেহাল, শত শত মানুষের দুর্ভোগ

বরিশালের আগৈলঝাড়ায় দেড় কিলোমিটার রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছে একটি গ্রামের কয়েক শ মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্তের কারণে পথচলা কষ্টকর হয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশে ইট থাকলেও এই দেড় কিলোমিটার একেবারেই চলাচলের অনুপযোগী।

সেখানে গিয়ে দেখা গেছে, গৈলা ইউনিয়নের গৈলা গ্রামের নুর মোহম্মদ গাজীর বাড়ি থেকে গনি সরদারের বাড়ি পর্যন্ত রাস্তাটির বেশির ভাগ অংশ এখনো কাঁচা। একটি পুকুরের পাড় ঘেঁষে রাস্তাটি ভেঙে যাওয়ায় কোনো ভ্যানগাড়িও এখন চলে না। অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ফারুক সিকদার বলেন, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন রাস্তা পুরো উপজেলায় খুব একটা নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

পথচারী রুমান আকন জানান, রাস্তাটির অবস্থা খারাপ হওয়ায় যানবাহন কম চলাচল করে। যানবাহন কম থাকায় তাঁদের বাড়তি ভাড়া গুনতে হয়। অন্য রাস্তা দিয়ে অনেক পথ ঘুরে যেতে হয় বলে সময়ও লাগে বেশি।

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ, দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে তাদের চলাচল করতে হচ্ছে।

নছিমনচালক রেজাউল সরদার জানান, ‘দিন আনি দিন খাই। প্রতিদিন কাজের তাগিদে রাস্তায় নছিমন নিয়ে বের হতে হয়। কিন্তু আজ পর্যন্ত গাড়িটি বাড়ি পর্যন্ত নিতে পারিনি।’

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী শিবলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজ চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। অনেক সড়কে ইতিমধ্যে কাজও শুরু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...