একটিমাত্র রাস্তা, তা-ও কাঁচা
খুলনার পাইকগাছার হরিঢালী ইউনিয়নের দেয়াড়া গ্রামের ৪ কিলোমিটার কাঁচা রাস্তা ৫২ বছরেও পাকা হয়নি। গ্রামের প্রায় ৫ হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা এটি। বর্ষাকালে এ রাস্তা দিয়ে এলাকাবাসীকে চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে শিশু, বৃদ্ধ, প্রসূতি নারী, রোগী ও মসজিদের মুসল্লিদের দুর্ভোগের শেষ নেই।