এম মনসুর আলী, সরাইল
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের জামে মসজিদসংলগ্ন রাস্তায় দুটি এবং বাজারের পূর্ব গলির রফিক মেডিকেল হলসংলগ্ন রাস্তার মাঝে বিদ্যুতের দুটি খুঁটি বসানো হয়েছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার জনসাধারণকে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও খুঁটি অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী মানুষের।
সরেজমিনে দেখা গেছে, খুঁটিগুলো বাজারের রাস্তার মাঝে বসানোয় রাস্তা দিয়ে ঠেলাগাড়ি, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা বাজারে ঢুকতে পারছে না। ফলে অসুস্থ রোগীকে অনেক দূর হাঁটিয়ে গাড়িতে তুলতে হয়। বাজারে গাড়ি প্রবেশ না করায় মালামাল কাঁধে করে আনা-নেওয়া করতে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা জানান, বারবার অভিযোগ দিলেও খুঁটিগুলো সরাতে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁরা দ্রুত সময়ের মধ্যে খুঁটি সরিয়ে রাস্তাটিতে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি আবু তালেব বলেন, ‘খুঁটিগুলো রাস্তার মধ্যে বসানোর কারণে অনেক সমস্যা হচ্ছে। বাজারে অটোরিকশাসহ পণ্যবাহী ট্রাক ঢুকতে পারে না। খুঁটিগুলো তাড়াতাড়ি সরানোর দাবি জানাচ্ছি।’
হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাবেদ আল হাসান বলেন, খুঁটিগুলোর কারণে বাজারে কোনো যানবাহন ঢুকতে পারে না। অনেক দূর ঘুরে বিএডিসির রোড দিয়ে বাজারে ঢুকতে হয়।
অটোরিকশার চালক আক্তার হোসেন বলেন, খুঁটিগুলোর জন্য অসুস্থ রোগী নিয়ে বাজারে চিকিৎসকের কাছে যাওয়া যায় না। খুঁটিগুলো সরানো অতি জরুরি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অরুয়াইল সাবজোনাল অফিসের ইনচার্জ আল আমিন বলেন, ‘খুঁটিগুলো রাস্তা থেকে সরানো যাবে না।’ বৈদ্যুতিক খুঁটি অপসারণে হাইকোর্টের নির্দেশ আছে জানালে তিনি বলেন, ‘এটা সরানো আপনারও দায়িত্ব। আপনাকেও দায়িত্ব নিতে হবে। আপনি আসেন, আমাদের সহযোগিতা করেন। খুঁটি সরানো হবে।’
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল বাজারের জামে মসজিদসংলগ্ন রাস্তায় দুটি এবং বাজারের পূর্ব গলির রফিক মেডিকেল হলসংলগ্ন রাস্তার মাঝে বিদ্যুতের দুটি খুঁটি বসানো হয়েছে। এ কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে এখানকার জনসাধারণকে। এ ব্যাপারে কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও খুঁটি অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ভুক্তভোগী মানুষের।
সরেজমিনে দেখা গেছে, খুঁটিগুলো বাজারের রাস্তার মাঝে বসানোয় রাস্তা দিয়ে ঠেলাগাড়ি, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা বাজারে ঢুকতে পারছে না। ফলে অসুস্থ রোগীকে অনেক দূর হাঁটিয়ে গাড়িতে তুলতে হয়। বাজারে গাড়ি প্রবেশ না করায় মালামাল কাঁধে করে আনা-নেওয়া করতে হচ্ছে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে।
স্থানীয় বাসিন্দা ও বাজারের ব্যবসায়ীরা জানান, বারবার অভিযোগ দিলেও খুঁটিগুলো সরাতে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাঁরা দ্রুত সময়ের মধ্যে খুঁটি সরিয়ে রাস্তাটিতে যানবাহন চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন।
অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজি আবু তালেব বলেন, ‘খুঁটিগুলো রাস্তার মধ্যে বসানোর কারণে অনেক সমস্যা হচ্ছে। বাজারে অটোরিকশাসহ পণ্যবাহী ট্রাক ঢুকতে পারে না। খুঁটিগুলো তাড়াতাড়ি সরানোর দাবি জানাচ্ছি।’
হাজী এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জাবেদ আল হাসান বলেন, খুঁটিগুলোর কারণে বাজারে কোনো যানবাহন ঢুকতে পারে না। অনেক দূর ঘুরে বিএডিসির রোড দিয়ে বাজারে ঢুকতে হয়।
অটোরিকশার চালক আক্তার হোসেন বলেন, খুঁটিগুলোর জন্য অসুস্থ রোগী নিয়ে বাজারে চিকিৎসকের কাছে যাওয়া যায় না। খুঁটিগুলো সরানো অতি জরুরি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির অরুয়াইল সাবজোনাল অফিসের ইনচার্জ আল আমিন বলেন, ‘খুঁটিগুলো রাস্তা থেকে সরানো যাবে না।’ বৈদ্যুতিক খুঁটি অপসারণে হাইকোর্টের নির্দেশ আছে জানালে তিনি বলেন, ‘এটা সরানো আপনারও দায়িত্ব। আপনাকেও দায়িত্ব নিতে হবে। আপনি আসেন, আমাদের সহযোগিতা করেন। খুঁটি সরানো হবে।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪