Ajker Patrika

নেই নালার ব্যবস্থা, অল্প বৃষ্টিতেই কাদাপানি

রাসেল আহমেদ, তেরখাদা (খুলনা)
নেই নালার ব্যবস্থা, অল্প  বৃষ্টিতেই কাদাপানি

খুলনার তেরখাদা উপজেলা সদর, কাটেংগা ও জয়সেনা বাজারের অধিকাংশ রাস্তার পাশে নেই নালার ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই শহরগুলোর বিভিন্ন জায়গায় জমে কাদাপানি। এতে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে জানা গেছে, তেরখাদা উপজেলাসহ পার্শ্ববর্তী অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন এই তিনটি বাজারে আসে বিভিন্ন প্রয়োজনে। কিন্তু বর্তমানে বাজারের অবস্থা বেহাল হয়ে পড়েছে। রাস্তাসহ বাজারের যেখানে-সেখানে কাদাপানি জমে রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুম হওয়ায় সীমাহীন দুর্ভোগে পড়েছে পথচারীরা।

গত কয়েকদিনের বৃষ্টিতে বাজার তিনটির রাস্তার অধিকাংশ জায়গায় কাদাপানি জমতে দেখা গেছে। এদিকে জয়সেনা বাজারের প্রধান সড়ক, কাটেংগা বাজারের তেরখাদা-খুলনা সড়ক, তেরখাদা-গাজীরহাট সড়ক ও তেরখাদা থানাসংলগ্ন প্রধান সড়কের ওপর কাদাপানি জমে রয়েছে। কোনো রাস্তার পাশে নালার ব্যবস্থা নেই। যে কারণে এসব রাস্তায় দীর্ঘসময় কাদাপানি জমে থাকে।

স্থানীয়দের অভিযোগ, নালার ব্যবস্থা ও বৃষ্টির পানি নিষ্কাশনের কোনো সুব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারগুলোর ব্যস্ততম সড়কে কাদাপানি জমে যায়। যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। এতে সাধারণ পথচারীদের চরমভাবে ভোগান্তি পোহাতে হচ্ছে।

কাটেংগা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুট্টো বলেন, ‘আমরা বাজারের এসব সমস্যাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তাঁরা সমস্যার দ্রুত সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন; কিন্তু কবেনাগাদ আসলে কাজ শুরু হবে তা বলেননি।’

কাটেংগা বাজার বণিক সমিতির সাবেক সভাপতি ও ব্যবসায়ী হেদায়েত মোল্লা বলেন, ‘তেরখাদা উপজেলার অন্যতম বাজার হচ্ছে কাটেংগা বাজার। এখান থেকে সরকার বড় অংকের রাজস্ব পায়, কিন্তু বাজারটির আশানুরূপ উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ীদের বাঁচানোর জন্য অচিরেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া প্রয়োজন।’

জয়সেনা বাজারের ব্যবসায়ী ও ইউপি সদস্য শেখ তোফায়েল আহমেদ বলেন, ‘জয়সেনা বাজারে নালার ব্যবস্থা না থাকায় রাস্তায় পানি জমে কাদার সৃষ্টি হয়। এসব নিরসনে কারও কোনো ভ্রুক্ষেপ নেই।’

কয়েকজন পথচারী বলেন, ‘কাটেংগা বাজারে বর্ষা মৌসুমে চলাচল করা একেবারেই কষ্টসাধ্য। বাজার করতে যাওয়াও কষ্টের। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের দাবি, উপজেলা সদরের তিনটি বাজারের ত্রুটিপূর্ণ রাস্তাগুলো দ্রুত সংস্কার করা হোক।’

এ ব্যাপারে খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী বলেন, ‘বাজারগুলোর উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করে ব্যবস্থা নেব। আশা করছি অচিরেই এসব সমস্যার সমাধান হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত