তাড়াশে শিয়ালের কামড়ে আহত ৪ জন
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রথমে শান্তি খাতুন (৪০) টয়লেটে যাওয়ার সময় একটি শিয়াল তাঁর পায়ে কামড় দেয়। পরে কলেজছাত্র শাহারুল (২৪), অন্তর (১৬) এবং রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আলে খাতুন (৪৫) শিয়ালের কামড়ে আহত হন। তাঁদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।