নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আদালত থেকে ফেরার পথে রাজশাহীতে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়নি।
আজ মঙ্গলবার রাজশাহীর আদালতসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৩৫), একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০)।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাজেদুর রহমানের কথামতো ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স’ নামের একটি বিমা কোম্পানিতে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। এর মধ্যে গত ২০ জুন আব্দুল মজিদ তাঁর জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর প্রতারণার অভিযোগে তিনি আজ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তাঁর সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল, মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি।
মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সোহাগ পালিয়ে গেলেও বাদীসহ তিনজনকে মারধর করে তাঁরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পরে পালিয়ে যাওয়া সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে।
এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেন। উদ্ধারের পর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁরা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আদালত থেকে ফেরার পথে রাজশাহীতে তিন যুবককে অপহরণ করে মারধর ও মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাজপাড়া থানা-পুলিশ অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করে। তবে অভিযুক্ত ব্যক্তিদের আটক করা যায়নি।
আজ মঙ্গলবার রাজশাহীর আদালতসংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
উদ্ধার ব্যক্তিরা হলেন বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ (৩৫), একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০)।
এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল মজিদ বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করেছেন।
মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাজেদুর রহমানের কথামতো ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স’ নামের একটি বিমা কোম্পানিতে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। এর মধ্যে গত ২০ জুন আব্দুল মজিদ তাঁর জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান।
এরপর প্রতারণার অভিযোগে তিনি আজ রাজশাহীর আদালতে মামলা করতে যান। তাঁর সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল, মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি।
মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুর ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাঁদের পথরোধ করেন। এ সময় সোহাগ পালিয়ে গেলেও বাদীসহ তিনজনকে মারধর করে তাঁরা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।
অভিযোগে আরও বলা হয়, পরে পালিয়ে যাওয়া সোহাগ ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা-পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে।
এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তাঁর পরিবারের কাছে কল দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করেন। উদ্ধারের পর আহত ব্যক্তিদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁরা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।
এ বিষয়ে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, ৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বরেন্দ্র অঞ্চলে দিন দিন পানিসংকট বাড়ছেই। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, ২৭টি ইউনিয়ন অতি সংকটাপন্ন এলাকা হয়ে পড়েছে। এ সংকট মোকাবিলায় সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই। প্রশিক্ষণ দরকার স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের।
৫ মিনিট আগেমুন্সিগঞ্জের শ্রীনগরে পল্লী বিদ্যুৎ অফিসের বিলিং ও সার্ভার শাখায় তালা ঝুলিয়েছেন আন্দোলনকারী কর্মচারীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) খন্দকার মাহমুদুল হাসানকে অবরুদ্ধ করে রাখা হয়। আজ বুধবার সকালে জেলার শ্রীনগর উপজেলার বেজগাঁও এলাকার পল্লী বিদ্যুৎ অফিসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে
১৯ মিনিট আগেকোচিং সেন্টারে ছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় মোস্তাফিজুর রহমান নামের এক শিক্ষককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাছুদ পারভেজ এ রায় ঘোষণা করেন।
২৮ মিনিট আগেবছর তিনেক আগে মাছ ধরার সময় প্রায় ১২ থেকে ১৪ কেজির ওজনের একটি রুই মাছ তাঁর কান বরাবর আঘাত করে। এরপর পুকুরে পানিতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে অন্য জেলেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন। প্রচণ্ড আঘাতে কবিরুল এখন কানে কম শোনেন। এর পর থেকে কবিরুল ক্রিকেট হেলমেট ছাড়া পুকুরে নামেন না।
৩৫ মিনিট আগে