Ajker Patrika

বগুড়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী ও তার প্রেমিকা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি
গ্রেপ্তারকৃত রোহান ও বেলি বেগম। ছবি: সংগৃহীত
গ্রেপ্তারকৃত রোহান ও বেলি বেগম। ছবি: সংগৃহীত

বগুড়ায় গৃহবধূ ববি খাতুনকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার রাতে র‌্যাব-১২, বগুড়া এবং র‌্যাব-৪, সাভার এর যৌথ অভিযানে রাজধানীর সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন–বগুড়া শহরের উত্তর চেলোপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে মো. রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে বেলি বেগম (২৪)।

বৃহস্পতিবার র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, গত ২৫ মে রাতে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে গৃহবধূ ববি খাতুনকে শারীরিক নির্যাতনের পর স্বামী রোহান পেটে ছুরিকাঘাতে হত্যা করে। ববি বগুড়ার জহুরুল নগরে ভাড়া বাসায় স্বামীর সঙ্গে বসবাস করতেন। পরদিন নিহতের মা বাদী হয়ে ৬ জনের নামে সদর থানায় মামলা করেন। এরপর থেকেই রোহান ও বেলি বেগম পলাতক ছিলেন।

গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আশুলিয়ার বসুন্ধরা টেক এলাকা থেকে মো. রোহান ও বেলি বেগমকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত