আবদুর রউফ ছিলেন সফল প্রধান নির্বাচন কমিশনার: বিচারপতি জুবায়ের রহমান
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, আবদুর রউফ একাধারে সফল আইনজীবী, বিচারপতি ও অত্যন্ত সফল প্রধান নির্বাচন কমিশনার ছিলেন। তিনি ছিলেন সফল সমাজসংস্কারক বা পথিকৃৎ। সেই সঙ্গে ছিলেন সফল ও বিচক্ষণ সালিসকারক।