Ajker Patrika

লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা
লিখিত পরীক্ষার দাবিতে নির্বাচন ভবনের সামনে চাকরি প্রার্থীদের বিক্ষোভ কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

লিখিত পরীক্ষার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করা প্রার্থীরা। আজ রোববার সকাল থেকে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের গেটের সামনে তাঁরা এই সমাবেশ করছেন।

সরেজমিনে দেখা যায়, বিক্ষোভ সমাবেশকারীরা ব্যানারসহ নির্বাচন ভবনের মূল গেট বন্ধ করে রেখেছেন। এ সময় ভেতর থেকে কাউকে বাইরে বা বাইরে থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ডেটা এন্ট্রি অপারেটরের ৪৬৮টি পদে জনবল নিয়োগ দিতে ২০১৯ সালে বিজ্ঞপ্তি দেওয়া প্রিলিমিনারি পরীক্ষা ২০২৩ সালের ১৬ জুন অনুষ্ঠিত হয়। পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় ২০২৪ সালের ২৮ মার্চ। এই নিয়োগে নৈর্ব্যক্তিক পরীক্ষায় অংশগ্রহণ করা সবাইকে পাস করানো হয়েছে এবং পরীক্ষা না দিয়েও প্রায় সাড়ে ৭০০ জনকেও পাস করানো হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে ২০১৯ সালের প্রিলি পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষার তারিখ দিয়েও তা ইতিপূর্বে দুইবার স্থগিত করা হয়েছে।

ডেটা এন্ট্রি অপারেটর পদে স্থগিত পরীক্ষার বিষয়ে ইসির অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, যেসব পদ ফাঁকা রয়েছে, সেগুলো পূরণের কার্যক্রম চলছে। পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত