Ajker Patrika

নান্দাইলে বন্ধুর বাসায় বন্ধু খুন

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি 
নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রাম থেকে আজ সকালে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রাম থেকে আজ সকালে যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

ময়মনসিংহের নান্দাইলে বন্ধুর বাসায় রিয়াদ (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার (৩০ জুন) সকালে উপজেলার আচারগাঁও ইউনিয়নের গারুয়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রিয়াদ উপজেলার আচারগাঁও ইউনিয়নের পোঁড়াবাড়িয়া গ্রামের আব্দুল লতিফের ছেলে। এঘটনার পর থেকে ওই বাড়ির লোকজন পলাতক রয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আচারগাঁও ইউনিয়নের গারুয়া পোঁড়াবাড়িয়া গ্রামের হানিফ মিয়ার একটি ইজিবাইক (অটোরিক্সা) বাড়ি থেকে চুরি হয়। এ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে গতকাল মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে হানিফের লোকজন রিয়াদকে আটক করে। আটকের পর আচারগাঁও বিলপাড়ার সোহরাব উদ্দিনের বাড়ির সামনে একটি সালিশ দরবার হয়। সালিশ দরবারে আটক রিয়াদ হানিফের অটোবাইক চুরি করেছেন বলে স্বীকারোক্তি দেন এবং এই চুরির সাথে গারুয়া ভাটুয়াপাড়া গ্রামের নাদিম মিয়াও জড়িত ছিলেন বলে জানান।

পরে নাদিমকেও সালিশ দরবারে উপস্থিত করা হয়। তিনিও অটো চুরির বিষয়টি স্বীকার করেন। খবর পেয়ে নাদিমের মা ময়না বেগম সালিশস্থলে গিয়ে মুছলেকা দিয়ে রিয়াদ ও নাদিমকে মুক্ত করে বাড়িতে নিয়ে যান। ওইদিন রাতে রিয়াদ তার বন্ধু নাদিমের সাথে তার বাড়িতেই থেকে যান। বুধবার সকালে স্থানীয়রা ওই ঘরে রিয়াদের ক্ষত-বিক্ষত মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এদিকে ঘটনার পর থেকে নাদিম ও তার পরিবারের লোকজন পলাতক থাকায় যোগাযোগ করা যায়নি।

নিহত রিয়াদের বাবা আব্দুল লতিফ বলেন, `আমার ছেলে আর নাদিম বন্ধু ছিল। এক সাথেই চলাফেরা করে রাজমিস্ত্রির কাজ করতো। তবে এক সাথে মিশে ধুমপান করতো। আমি আমার ছেলে হত্যাকারীদের বিচার চাই।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) মোজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার তদন্ত চলছে ও খুনীদের গ্রেপ্তারে জোর চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত