Ajker Patrika

চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির বৈঠক: স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

সফররত চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দুই দলের মধ্যে সম্পর্কোন্নয়নসহ বিভিন্ন বিষয়ের পাশাপাশি নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। আজ শনিবার রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে সন্ধ্যায় এ বৈঠক হয়।

বৈঠকে বিএনপির সাত সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চীনের কমিউনিস্ট পার্টির আট সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলটির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়া ব্যুরোর প্রধান পেং জিউবিন।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘দুটি রাজনৈতিক দলের বৈঠকে নানা বিষয়ে আলোচনা হয়েছে। দুই দলের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়েও কথা হয়েছে।’

নির্বাচন নিয়ে কথা হয়েছে কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘তাঁরা নির্বাচনের পরিস্থিতি এবং দেশের বর্তমান পরিস্থিতি জানতে চেয়েছেন। তাঁদের সে বিষয়ে অবহিত করা হয়েছে। তাঁদের (চীনা কমিউনিস্ট পার্টি) পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা সব সময় বাংলাদেশের স্থিতিশীলতা চান, একটা শক্তিশালী বাংলাদেশ দেখতে চান। একই সঙ্গে বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ দেখতে চান।’

বৈঠকে আলোচনা প্রসঙ্গে পেং জিউবিন সাংবাদিকদের বলেন, ‘তাঁরা দুটি দলের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন। আরও অনেক বিষয়ের সঙ্গে নির্বাচন নিয়েও বিএনপির সঙ্গে আলোচনা হয়েছে। তবে সেখানে নির্বাচনের বিষয়ে তাঁদের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি। কারণ, এটা তাঁদের কাজ নয়। এটা বাংলাদেশের বিষয় এবং দেশটির জনগণ এটা ঠিক করবে।’

বৈঠকে অংশ নেওয়া বিএনপির প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ, আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা, চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার প্রমুখ।

চীনের প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন আইডিসিপিসির দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ এশিয়াবিষয়ক উপপরিচালক চেন জুয়ানবো, তৃতীয় সচিব চেন ইয়াংপেই, ব্যুরো ফর সাউথ-ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান অ্যাফেয়ার্সের ঝাং গুইউ, ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, চীনা দূতাবাসের রাজনৈতিক বিভাগের পরিচালক ঝাং জিং এবং রাজনৈতিক বিভাগে সংযুক্ত লিউ হংরু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত