‘মরতে পারতাম, আল্লাহ বাঁচিয়েছেন’—ছিনতাইয়ের শিকার শিক্ষিকার কণ্ঠে গা শিউরানো গল্প
ভোরের শান্ত শহর তখনো পুরো জেগে ওঠেনি। ঠিক সেই সময়, রাজধানীর সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের ফুটপাতে একা দাঁড়িয়ে ছিলেন কলেজের এক প্রভাষক ফারহানা আক্তার জাহান। হাতে ট্রলিব্যাগ, হৃদয়ে ছিল গন্তব্যে পৌঁছানোর তাড়না। হঠাৎ ছুটে এল একটি সাদা প্রাইভেট কার। মুহূর্তে পাল্টে গেল দৃশ্যপট