নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিগত সরকারের আমলে জাতীয়করণ থেকে বাদ পড়া সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় বাদ রাখা হয়। অথচ তখন ৩০ হাজার ৩৫২টি বিদ্যালয়ের মধ্যে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়।
বক্তারা আরও জানান, বাদ পড়া বিদ্যালয়গুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। এমনকি এসব বিদ্যালয় উপজেলা ও জেলাপর্যায়ে যাচাই-বাছাইও সম্পন্ন করেছে। মন্ত্রণালয়ে এসব বিদ্যালয়ের তথ্য সংরক্ষিত থাকলেও জাতীয়করণের আওতায় আনা হয়নি। জাতীয়করণকালে পাঠদানের অনুমতি ও রেজিস্ট্রেশনের কার্যক্রম স্থগিত রাখায় তাঁরা বেতন-ভাতা ও ছাত্র-ছাত্রীরা উপবৃত্তিসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ‘দীর্ঘদিন ধরে পাঠদান করেও বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়ায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা অন্যের সন্তানকে শিক্ষা দিলেও নিজেদের ভাগ্য বদলায়নি। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।’
মহাসচিব মো. ফিরোজ উদ্দিন জানান, ২০১৩ সালের ঘোষণার পরও ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় বাদ পড়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সাংগঠনিক সম্পাদক মো. আলী লিটন জানান, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া চিঠি দ্রুত বাস্তবায়ন করা হলে সারা দেশের প্রায় ১০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি, টিফিনসহ শিক্ষা-সুবিধা পাবে এবং প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সদস্য তামান্না ইয়াসমিন, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, ধরনি মোহন রায়, মনিমোহন বসু, সমুন চাকি, এরশাদুল, জুয়েল, সোহেল রানা, নিজাম উদ্দিন, আনোয়ার, সালাউদ্দিন, মাহবুব, জীবন, শারমিন, তাহের, বকুল, সালেহা, জাকির, রাজিয়া, রায়হান, মেহেরচাঁদ, মহিউদ্দিন, বুলবুল, জাকির, মতিন, দাউদ, হাসিবুলসহ অনেকে।
বিগত সরকারের আমলে জাতীয়করণ থেকে বাদ পড়া সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণের দাবি জানিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে সংগঠনটির নেতারা এ দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৩ সালে তৎকালীন সরকার দেশের সব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের ঘোষণা দিলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় বাদ রাখা হয়। অথচ তখন ৩০ হাজার ৩৫২টি বিদ্যালয়ের মধ্যে ২৬ হাজার ১৯৩টি বিদ্যালয় জাতীয়করণ করা হয়।
বক্তারা আরও জানান, বাদ পড়া বিদ্যালয়গুলোর মধ্যে অনেক প্রতিষ্ঠান ২০১২ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে। এমনকি এসব বিদ্যালয় উপজেলা ও জেলাপর্যায়ে যাচাই-বাছাইও সম্পন্ন করেছে। মন্ত্রণালয়ে এসব বিদ্যালয়ের তথ্য সংরক্ষিত থাকলেও জাতীয়করণের আওতায় আনা হয়নি। জাতীয়করণকালে পাঠদানের অনুমতি ও রেজিস্ট্রেশনের কার্যক্রম স্থগিত রাখায় তাঁরা বেতন-ভাতা ও ছাত্র-ছাত্রীরা উপবৃত্তিসহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত হয়।
সংগঠনের সভাপতি মামুনুর রশিদ খোকন বলেন, ‘দীর্ঘদিন ধরে পাঠদান করেও বিদ্যালয়গুলো জাতীয়করণ না হওয়ায় আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আমরা অন্যের সন্তানকে শিক্ষা দিলেও নিজেদের ভাগ্য বদলায়নি। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি।’
মহাসচিব মো. ফিরোজ উদ্দিন জানান, ২০১৩ সালের ঘোষণার পরও ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে ৪ হাজার ১৫৯টি বিদ্যালয় বাদ পড়েছে। এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সাংগঠনিক সম্পাদক মো. আলী লিটন জানান, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া চিঠি দ্রুত বাস্তবায়ন করা হলে সারা দেশের প্রায় ১০ লাখ শিক্ষার্থী উপবৃত্তি, টিফিনসহ শিক্ষা-সুবিধা পাবে এবং প্রাথমিক শিক্ষার মান আরও উন্নত হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, সদস্য তামান্না ইয়াসমিন, নুরুল ইসলাম, নাসির উদ্দিন, ধরনি মোহন রায়, মনিমোহন বসু, সমুন চাকি, এরশাদুল, জুয়েল, সোহেল রানা, নিজাম উদ্দিন, আনোয়ার, সালাউদ্দিন, মাহবুব, জীবন, শারমিন, তাহের, বকুল, সালেহা, জাকির, রাজিয়া, রায়হান, মেহেরচাঁদ, মহিউদ্দিন, বুলবুল, জাকির, মতিন, দাউদ, হাসিবুলসহ অনেকে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২২ শিক্ষার্থীর বিরুদ্ধে এবার সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার সহকারী রেজিস্ট্রার (নিরাপত্তা) কে এম সানোয়ার পারভেজ লিটন বাদী হয়ে ১০ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করে আরও ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে জিডি করেন। এর আগে ফেব্রুয়ারিতে ৩২ শিক্ষার্থীর
৪ মিনিট আগেসিদ্ধেশ্বরীতে প্রাইভেট কার থেকে শিক্ষিকার ব্যাগ টান দিয়ে ছিনতাইয়ের ঘটনা তিন দিন পার হয়েছে। তবে এ ঘটনায় ওই নারীর পক্ষ থেকে এখনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। এদিকে পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ে ব্যবহৃত ওই প্রাইভেট কারটির খোঁজ পেতে তাদের হিমশিম খেতে হচ্ছে।
৮ মিনিট আগেসিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে বাগ্বিতণ্ডার একপর্যায়ে রোগীর বন্ধুকে চিকিৎসকের লাথি মারার ঘটনা ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে অভিযুক্ত চিকিৎসককে তাঁর দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২২ মিনিট আগেঢাকার কেরানীগঞ্জে গত শুক্রবার রাতে বস্তাবন্দী অবস্থায় এক নারীর মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনা নিয়ে তদন্তের মধ্যে গতকাল রোববার বিকেলে বুড়িগঙ্গা নদী থেকে মানুষের হাত ও পায়ের কিছু অংশ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা ছিল, খণ্ডিত অংশগুলো একই ব্যক্তির।
১ ঘণ্টা আগে