নীলাকাশে ঘুড়ির মেলা
আমরা যখন আকাশের তলে ওড়ায়েছি শুধু ঘুড়ি, তোমরা এখন কলের জাহাজ চালাও গগন জুড়ি। কবি বেগম সুফিয়া কামাল ‘আজিকার শিশু’ কবিতায় সেকাল ও একালের শিশুদের বিনোদনের তুলনামূলক স্মৃতিচারণা করেছেন। তখনকার শিশুরা যখন আকাশে ঘুড়ি ওড়াত, একালের শিশুরা সেই বয়সে আকাশজুড়ে জাহাজ চালায়।