Ajker Patrika

পলাতক বাসচালকের ৯ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২২, ০৯: ০২
পলাতক বাসচালকের ৯ বছরের কারাদণ্ড

মানিকগঞ্জের শিবালয় উপজেলার উথুলী সংযোগ মোড়ে ১২ বছর আগে বাসচাপায় দুই সচিব নিহত হওয়ার ঘটনায় বাসটির চালক মো. আনোয়ার হোসেনকে ৯ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে দুই লাখ ছয় হাজার টাকা জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উৎপল ভট্টাচার্য।

দণ্ডপ্রাপ্ত আনোয়ার ঢাকার নবাবগঞ্জ উপজেলার কামার খেলা গ্রামের মৃত হানিফের ছেলে। জামিনে বের হয়ে আত্মগোপনে আছেন তিনি।

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ৩১ জুলাই মহিলাবিষয়ক মন্ত্রণালয়ের সচিব রিজিয়া বেগম এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান পাজেরো গাড়িতে করে গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে যাচ্ছিলেন। শিবালয় উপজেলার উথলী সংযোগ মোড়ে সকাল ৭টার দিকে দ্রুতি পরিবহনের একটি বাস তাঁদের গাড়িকে চাপা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন। দ্রুত মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

আনোয়ারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত দণ্ডবিধি ১৮৬০ এর ২৭৯ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড, ৩০৪-খ ধারায় ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও দুই লাখ টাকা অর্থদণ্ড, ৩৩৮-ক ধারায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪২৭ ধারায় ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। বর্ণিত সাজাগুলো একের পর একটি কার্যকর হবে। একই সঙ্গে আসামির ওপর ৩০৪-খ ধারায় আরোপিত অর্থদণ্ডের টাকা আদায় করে নিহত দুই পরিবারকে দেওয়ার নির্দেশ দেন আদালত।

এ ঘটনায় বিসিক প্রধান কার্যালয় ঢাকার এজিএম মো. সামসুল হক শিবালয় থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নুরুল ইসলাম ভূইয়া ২০১০ সালে বাসচালকের নামে আদালতে চার্জশিট দাখিল করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত