পাটে ন্যায্যমূল্যের আশা
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পাট কাটা এবং জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এখন জমি থেকে পাট কেটে জাগ দিতে আঁটি বেঁধে পানিতে ডুবানোর কাজ করছেন তাঁরা। কিছুদিন পর জাগ দেওয়া পাট থেকে আঁশ ছাড়িয়ে পাটকাঠি আলাদা করা হবে। এরপর পাট শুকিয়ে বাজারে বিক্রি করা হবে। এবার ফলন ভালো হয়েছে, এখন ন্যায্যমূল্য আশা কর