শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা সিরাজুল ইসলাম। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে হাটে তোলার জন্য প্রস্তুত করেছেন হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। সাড়ে তিন বছর বয়সী ষাঁড়টির বর্তমান ওজন দাঁড়িয়েছে প্রায় ৩৫ মণে। সাড়ে পাঁচ ফুট উচ্চতা এবং সাড়ে আট ফুট লম্বা ষাঁড়টির ডাকনাম ‘মানিক বাহাদুর’।
উপজেলার তেওতা জমিদারবাড়িসংলগ্ন সিরাজুলের খামারে বেড়ে ওঠা মানিক বাহাদুরকে দেখার জন্য অনেক ক্রেতাই ছুটে আসছেন। ষাঁড়টি ১২ লাখ টাকায় বিক্রির আশা করছেন খামারি সিরাজুল।
খামারি সিরাজুলের দাবি, স্বাভাবিক খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মানিক বাহাদুরই এবার জেলার সবচেয়ে বড় গরু। মানিক বাহাদুরের নিয়মিত খাদ্যতালিকায় রয়েছে ছোলা, ভুসি, গম ও কাঁচা ঘাস। মোটাতাজা করতে কোনো প্রকার ওষুধ কিংবা ইনজেকশন প্রয়োগ করেননি বলেও দাবি সিরাজুলের।
কথা হলে খামারি সিরাজুল জানান, সাড়ে তিন বছর আগে নিজের খামারেই জন্ম নেয় ফ্রিজিয়ান জাতের ওই গরুটি। জন্মের পর আট মাস পর্যন্ত প্রতি দিন ১০-১২ কেজি করে মায়ের দুধ পান করে বাছুরটি। পরে দেওয়া হয় দানাদার খাবার ও কাঁচা ঘাস। প্রথম ২ বছর খাবার কিছুটা কম লাগলেও শেষের এক বছর খাবারের চাহিদা বেড়ে যায়। প্রতিদিন তিন বেলা ছোলা, ভুসি, গম, খড়সহ কাঁচা ঘাস খাওয়ানো হয়।
ষাঁড়ের নামকরণের বিষয়ে জানতে চাইলে খামারি সিরাজুল জানান, নিজ জেলা মানিকগঞ্জের সঙ্গে মিলিয়ে ‘মানিক’ ও বিশাল দেহের কারণে ‘বাহাদুর’ নাম যোগ করা হয়েছে। সব মিলিয়ে পুরো নাম মানিক বাহাদুর। লালনপালন করতে যে খরচ হয়েছে তাতে ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারলে লাভবান হওয়া যেত।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খামারি সিরাজুলকে গরুটি লালনপালনে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। সরকারিভাবে ওই গরুটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ডা. মাহাবুল ইসলাম আরও জানান, জেলায় কোরবানির জন্য অনেক পশু মোটাতাজাকরণ হয়েছে। কোরবানিকে সামনে রেখে মানিকগঞ্জে এবার ১১ হাজার ১৫০ জন খামারি ৫৬ হাজার ৮৫০টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করেছেন। বেশি ওজনের পশু বিক্রি করতে সমস্যা হলে জেলার ওয়েবসাইটে অথবা অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিদের সহায়তা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা সিরাজুল ইসলাম। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে হাটে তোলার জন্য প্রস্তুত করেছেন হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। সাড়ে তিন বছর বয়সী ষাঁড়টির বর্তমান ওজন দাঁড়িয়েছে প্রায় ৩৫ মণে। সাড়ে পাঁচ ফুট উচ্চতা এবং সাড়ে আট ফুট লম্বা ষাঁড়টির ডাকনাম ‘মানিক বাহাদুর’।
উপজেলার তেওতা জমিদারবাড়িসংলগ্ন সিরাজুলের খামারে বেড়ে ওঠা মানিক বাহাদুরকে দেখার জন্য অনেক ক্রেতাই ছুটে আসছেন। ষাঁড়টি ১২ লাখ টাকায় বিক্রির আশা করছেন খামারি সিরাজুল।
খামারি সিরাজুলের দাবি, স্বাভাবিক খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মানিক বাহাদুরই এবার জেলার সবচেয়ে বড় গরু। মানিক বাহাদুরের নিয়মিত খাদ্যতালিকায় রয়েছে ছোলা, ভুসি, গম ও কাঁচা ঘাস। মোটাতাজা করতে কোনো প্রকার ওষুধ কিংবা ইনজেকশন প্রয়োগ করেননি বলেও দাবি সিরাজুলের।
কথা হলে খামারি সিরাজুল জানান, সাড়ে তিন বছর আগে নিজের খামারেই জন্ম নেয় ফ্রিজিয়ান জাতের ওই গরুটি। জন্মের পর আট মাস পর্যন্ত প্রতি দিন ১০-১২ কেজি করে মায়ের দুধ পান করে বাছুরটি। পরে দেওয়া হয় দানাদার খাবার ও কাঁচা ঘাস। প্রথম ২ বছর খাবার কিছুটা কম লাগলেও শেষের এক বছর খাবারের চাহিদা বেড়ে যায়। প্রতিদিন তিন বেলা ছোলা, ভুসি, গম, খড়সহ কাঁচা ঘাস খাওয়ানো হয়।
ষাঁড়ের নামকরণের বিষয়ে জানতে চাইলে খামারি সিরাজুল জানান, নিজ জেলা মানিকগঞ্জের সঙ্গে মিলিয়ে ‘মানিক’ ও বিশাল দেহের কারণে ‘বাহাদুর’ নাম যোগ করা হয়েছে। সব মিলিয়ে পুরো নাম মানিক বাহাদুর। লালনপালন করতে যে খরচ হয়েছে তাতে ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারলে লাভবান হওয়া যেত।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খামারি সিরাজুলকে গরুটি লালনপালনে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। সরকারিভাবে ওই গরুটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ডা. মাহাবুল ইসলাম আরও জানান, জেলায় কোরবানির জন্য অনেক পশু মোটাতাজাকরণ হয়েছে। কোরবানিকে সামনে রেখে মানিকগঞ্জে এবার ১১ হাজার ১৫০ জন খামারি ৫৬ হাজার ৮৫০টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করেছেন। বেশি ওজনের পশু বিক্রি করতে সমস্যা হলে জেলার ওয়েবসাইটে অথবা অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিদের সহায়তা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪