শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা সিরাজুল ইসলাম। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে হাটে তোলার জন্য প্রস্তুত করেছেন হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। সাড়ে তিন বছর বয়সী ষাঁড়টির বর্তমান ওজন দাঁড়িয়েছে প্রায় ৩৫ মণে। সাড়ে পাঁচ ফুট উচ্চতা এবং সাড়ে আট ফুট লম্বা ষাঁড়টির ডাকনাম ‘মানিক বাহাদুর’।
উপজেলার তেওতা জমিদারবাড়িসংলগ্ন সিরাজুলের খামারে বেড়ে ওঠা মানিক বাহাদুরকে দেখার জন্য অনেক ক্রেতাই ছুটে আসছেন। ষাঁড়টি ১২ লাখ টাকায় বিক্রির আশা করছেন খামারি সিরাজুল।
খামারি সিরাজুলের দাবি, স্বাভাবিক খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মানিক বাহাদুরই এবার জেলার সবচেয়ে বড় গরু। মানিক বাহাদুরের নিয়মিত খাদ্যতালিকায় রয়েছে ছোলা, ভুসি, গম ও কাঁচা ঘাস। মোটাতাজা করতে কোনো প্রকার ওষুধ কিংবা ইনজেকশন প্রয়োগ করেননি বলেও দাবি সিরাজুলের।
কথা হলে খামারি সিরাজুল জানান, সাড়ে তিন বছর আগে নিজের খামারেই জন্ম নেয় ফ্রিজিয়ান জাতের ওই গরুটি। জন্মের পর আট মাস পর্যন্ত প্রতি দিন ১০-১২ কেজি করে মায়ের দুধ পান করে বাছুরটি। পরে দেওয়া হয় দানাদার খাবার ও কাঁচা ঘাস। প্রথম ২ বছর খাবার কিছুটা কম লাগলেও শেষের এক বছর খাবারের চাহিদা বেড়ে যায়। প্রতিদিন তিন বেলা ছোলা, ভুসি, গম, খড়সহ কাঁচা ঘাস খাওয়ানো হয়।
ষাঁড়ের নামকরণের বিষয়ে জানতে চাইলে খামারি সিরাজুল জানান, নিজ জেলা মানিকগঞ্জের সঙ্গে মিলিয়ে ‘মানিক’ ও বিশাল দেহের কারণে ‘বাহাদুর’ নাম যোগ করা হয়েছে। সব মিলিয়ে পুরো নাম মানিক বাহাদুর। লালনপালন করতে যে খরচ হয়েছে তাতে ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারলে লাভবান হওয়া যেত।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খামারি সিরাজুলকে গরুটি লালনপালনে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। সরকারিভাবে ওই গরুটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ডা. মাহাবুল ইসলাম আরও জানান, জেলায় কোরবানির জন্য অনেক পশু মোটাতাজাকরণ হয়েছে। কোরবানিকে সামনে রেখে মানিকগঞ্জে এবার ১১ হাজার ১৫০ জন খামারি ৫৬ হাজার ৮৫০টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করেছেন। বেশি ওজনের পশু বিক্রি করতে সমস্যা হলে জেলার ওয়েবসাইটে অথবা অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিদের সহায়তা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
মানিকগঞ্জের শিবালয় উপজেলার বাসিন্দা সিরাজুল ইসলাম। আসন্ন কোরবানির ঈদ সামনে রেখে হাটে তোলার জন্য প্রস্তুত করেছেন হলিস্টিন ফ্রিজিয়ান জাতের একটি ষাঁড়। সাড়ে তিন বছর বয়সী ষাঁড়টির বর্তমান ওজন দাঁড়িয়েছে প্রায় ৩৫ মণে। সাড়ে পাঁচ ফুট উচ্চতা এবং সাড়ে আট ফুট লম্বা ষাঁড়টির ডাকনাম ‘মানিক বাহাদুর’।
উপজেলার তেওতা জমিদারবাড়িসংলগ্ন সিরাজুলের খামারে বেড়ে ওঠা মানিক বাহাদুরকে দেখার জন্য অনেক ক্রেতাই ছুটে আসছেন। ষাঁড়টি ১২ লাখ টাকায় বিক্রির আশা করছেন খামারি সিরাজুল।
খামারি সিরাজুলের দাবি, স্বাভাবিক খাবার খাইয়ে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা মানিক বাহাদুরই এবার জেলার সবচেয়ে বড় গরু। মানিক বাহাদুরের নিয়মিত খাদ্যতালিকায় রয়েছে ছোলা, ভুসি, গম ও কাঁচা ঘাস। মোটাতাজা করতে কোনো প্রকার ওষুধ কিংবা ইনজেকশন প্রয়োগ করেননি বলেও দাবি সিরাজুলের।
কথা হলে খামারি সিরাজুল জানান, সাড়ে তিন বছর আগে নিজের খামারেই জন্ম নেয় ফ্রিজিয়ান জাতের ওই গরুটি। জন্মের পর আট মাস পর্যন্ত প্রতি দিন ১০-১২ কেজি করে মায়ের দুধ পান করে বাছুরটি। পরে দেওয়া হয় দানাদার খাবার ও কাঁচা ঘাস। প্রথম ২ বছর খাবার কিছুটা কম লাগলেও শেষের এক বছর খাবারের চাহিদা বেড়ে যায়। প্রতিদিন তিন বেলা ছোলা, ভুসি, গম, খড়সহ কাঁচা ঘাস খাওয়ানো হয়।
ষাঁড়ের নামকরণের বিষয়ে জানতে চাইলে খামারি সিরাজুল জানান, নিজ জেলা মানিকগঞ্জের সঙ্গে মিলিয়ে ‘মানিক’ ও বিশাল দেহের কারণে ‘বাহাদুর’ নাম যোগ করা হয়েছে। সব মিলিয়ে পুরো নাম মানিক বাহাদুর। লালনপালন করতে যে খরচ হয়েছে তাতে ১৫ লাখ টাকায় বিক্রি করতে পারলে লাভবান হওয়া যেত।
মানিকগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহাবুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, খামারি সিরাজুলকে গরুটি লালনপালনে উপজেলা প্রাণিসম্পদ বিভাগ প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে। সরকারিভাবে ওই গরুটিকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ডা. মাহাবুল ইসলাম আরও জানান, জেলায় কোরবানির জন্য অনেক পশু মোটাতাজাকরণ হয়েছে। কোরবানিকে সামনে রেখে মানিকগঞ্জে এবার ১১ হাজার ১৫০ জন খামারি ৫৬ হাজার ৮৫০টি গরু, মহিষ, ছাগল ও ভেড়া দেশীয় পদ্ধতিতে প্রস্তুত করেছেন। বেশি ওজনের পশু বিক্রি করতে সমস্যা হলে জেলার ওয়েবসাইটে অথবা অনলাইনে বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। প্রয়োজনে প্রাণিসম্পদ বিভাগ থেকে খামারিদের সহায়তা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
১৪ দিন আগে‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫