Ajker Patrika

প্রতিপক্ষকে ফাঁসাতে বাবাকে হত্যা, দুজন গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ২০ জুলাই ২০২২, ১২: ৫৩
প্রতিপক্ষকে ফাঁসাতে বাবাকে হত্যা, দুজন গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুরে গিয়াস উদ্দিন (৬০) হত্যার সূত্র উদ্‌ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসাতে ছেলের পরিকল্পনায় বাবাকে হত্যা করা হয় বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নিহতের নাম গিয়াস উদ্দিন (৬০)। তিনি শ্রীপুর থানার ভাংনাহাটি পশ্চিম পাড়া (নতুন বাজার) এলাকার বাসিন্দা।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কোকসাইর এলাকার আলম (৩৮) ও ত্রিশাল থানার আরাফাত (২৬)। তাঁদের মধ্যে আলমকে গত ১৮ জুলাই ভোরে নিজ বাড়ি থেকে এবং আরাফাতকে শ্রীপুরের কেওয়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।

মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গিয়াস উদ্দিন নিজ বসতবাড়ির সামনের রাস্তার পাশে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ চালাতেন। গিয়াস সেখানেই ঘুমাতেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর রাতে প্রতিদিনেরমতো ঘুমাতে যান। পরদিন ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মোহাম্মদ মাকছুদের রহমান আরও জানান, গিয়াস উদ্দিনের সঙ্গর প্রতিবেশী সাহাবুদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়াস উদ্দিনের ছেলে আবুজর ও ভাতিজা সবুজ ষড়যন্ত্রের ছক আঁকেন। গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। গ্রেপ্তার দুজন আবুজর ও সবুজের পূর্ব পরিচিত। ঘটনার রাতে গ্যারেজে প্রবেশ করে ঘুমন্ত গিয়াসের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে গ্যারেজে থাকা পাঁচটি ব্যাটারি নিয়ে চলে যান তাঁরা।

এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে অলিউল্লাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তিন মাস তদন্ত করেও হত্যার সূত্র উদ্‌ঘাটন করতে না পারায় পরে তদন্তের দায়িত্ব দেওয়া দেয় পিবিআইকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত