গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে গিয়াস উদ্দিন (৬০) হত্যার সূত্র উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসাতে ছেলের পরিকল্পনায় বাবাকে হত্যা করা হয় বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহতের নাম গিয়াস উদ্দিন (৬০)। তিনি শ্রীপুর থানার ভাংনাহাটি পশ্চিম পাড়া (নতুন বাজার) এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কোকসাইর এলাকার আলম (৩৮) ও ত্রিশাল থানার আরাফাত (২৬)। তাঁদের মধ্যে আলমকে গত ১৮ জুলাই ভোরে নিজ বাড়ি থেকে এবং আরাফাতকে শ্রীপুরের কেওয়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গিয়াস উদ্দিন নিজ বসতবাড়ির সামনের রাস্তার পাশে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ চালাতেন। গিয়াস সেখানেই ঘুমাতেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর রাতে প্রতিদিনেরমতো ঘুমাতে যান। পরদিন ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ মাকছুদের রহমান আরও জানান, গিয়াস উদ্দিনের সঙ্গর প্রতিবেশী সাহাবুদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়াস উদ্দিনের ছেলে আবুজর ও ভাতিজা সবুজ ষড়যন্ত্রের ছক আঁকেন। গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। গ্রেপ্তার দুজন আবুজর ও সবুজের পূর্ব পরিচিত। ঘটনার রাতে গ্যারেজে প্রবেশ করে ঘুমন্ত গিয়াসের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে গ্যারেজে থাকা পাঁচটি ব্যাটারি নিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে অলিউল্লাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তিন মাস তদন্ত করেও হত্যার সূত্র উদ্ঘাটন করতে না পারায় পরে তদন্তের দায়িত্ব দেওয়া দেয় পিবিআইকে।
গাজীপুরের শ্রীপুরে গিয়াস উদ্দিন (৬০) হত্যার সূত্র উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষকে হত্যা মামলায় ফাঁসাতে ছেলের পরিকল্পনায় বাবাকে হত্যা করা হয় বলে জানা গেছে। হত্যাকাণ্ডে জড়িত দুজনকে গ্রেপ্তারের পর তাঁরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নিহতের নাম গিয়াস উদ্দিন (৬০)। তিনি শ্রীপুর থানার ভাংনাহাটি পশ্চিম পাড়া (নতুন বাজার) এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের পাগলা থানার কোকসাইর এলাকার আলম (৩৮) ও ত্রিশাল থানার আরাফাত (২৬)। তাঁদের মধ্যে আলমকে গত ১৮ জুলাই ভোরে নিজ বাড়ি থেকে এবং আরাফাতকে শ্রীপুরের কেওয়া এলাকার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার এসব তথ্য জানিয়েছেন গাজীপুর পিবিআই’র পুলিশ সুপার মোহাম্মদ মাকছুদের রহমান।
মোহাম্মদ মাকছুদের রহমান জানান, গিয়াস উদ্দিন নিজ বসতবাড়ির সামনের রাস্তার পাশে ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজ চালাতেন। গিয়াস সেখানেই ঘুমাতেন। ২০২০ সালের ১১ ডিসেম্বর রাতে প্রতিদিনেরমতো ঘুমাতে যান। পরদিন ভোরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান স্বজনেরা। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদ মাকছুদের রহমান আরও জানান, গিয়াস উদ্দিনের সঙ্গর প্রতিবেশী সাহাবুদ্দিন গংদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়াস উদ্দিনের ছেলে আবুজর ও ভাতিজা সবুজ ষড়যন্ত্রের ছক আঁকেন। গিয়াস উদ্দিনকে হত্যার পরিকল্পনা করেন। গ্রেপ্তার দুজন আবুজর ও সবুজের পূর্ব পরিচিত। ঘটনার রাতে গ্যারেজে প্রবেশ করে ঘুমন্ত গিয়াসের মাথায় চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে গ্যারেজে থাকা পাঁচটি ব্যাটারি নিয়ে চলে যান তাঁরা।
এ ঘটনায় নিহত গিয়াস উদ্দিনের ছেলে অলিউল্লাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। তিন মাস তদন্ত করেও হত্যার সূত্র উদ্ঘাটন করতে না পারায় পরে তদন্তের দায়িত্ব দেওয়া দেয় পিবিআইকে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫