Ajker Patrika

২১ দিনে ৫৬ কোটি টাকার টোল আদায়

মুন্সিগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ জুলাই ২০২২, ১২: ৫০
২১ দিনে ৫৬ কোটি টাকার টোল আদায়

পদ্মা সেতু থেকে প্রথম ২১ দিনেই ৫৬ কোটি টাকার অধিক টোল আদায় করা হয়েছে। আর যানবাহন পার হয়েছে প্রায় পৌনে পাঁচ লাখ। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে গত ২৬ জুন থেকে ১৬ এপ্রিল পর্যন্ত মোট যানবাহন পার হয়েছে ২ লাখ ৪১ হাজার ৮৩৪টি এবং টোল আদায় হয়েছে ২৮ কোটি ৩০ লাখ ১৪ হাজার টাকা। অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে মোট যানবাহন পার হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৯৮০টি ও টোল আদায় হয়েছে ২৭ কোটি ৮৩ লাখ ৩২ হাজার ৪৫০ টাকা। সেই হিসেবে উভয় প্রান্ত মিলিয়ে পদ্মা সেতুতে মোট যানবাহন পার হয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৮১৪টি এবং সর্বমোট টোল আদায় হয়েছে ৫৬ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৪৫০ টাকা।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন জানান, টোল আদায়ের জন্য বর্তমানে যে বুথ আছে তা পর্যাপ্ত। আগামী ডিসেম্বর নাগাদ টোল আদায়ের জন্য ফাস্ট ট্র্যাক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) লেন চালু করা হবে।

ঈদের মৌসুমে পদ্মা সেতুতে যানের প্রচণ্ড চাপ পড়েছিল। কখনো কখনো যাত্রী ও চালকদের ঘণ্টাব্যাপী টোল প্লাজার সামনে দীর্ঘ গাড়ির সারিতে অপেক্ষায় থাকতে হয়েছে। মাওয়া প্রান্তে কখনো সেটা তিন-চার কিলোমিটার পর্যন্তও দীর্ঘ হয়েছিল।

পদ্মা সেতুর সাইট অফিস নির্বাহী প্রকৌশলী ড. মাহমুদুর রহমান জানান, ঈদের সময় চাপ পড়েছিল। তবে সে চাপ আমরা সফলভাবে সামলাতে পেরেছি। এখন যানবাহন পারাপার স্বাভাবিক সময়ের মতো রয়েছে। কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন টোল আদায়ে আরও আধুনিক সিস্টেম ইনস্টলেশন করবে ডিসেম্বরের মধ্যে। তখন টোল আদায়ের সক্ষমতা আরও বাড়বে ও দ্রুত টোল আদায় হবে। এখন ঘণ্টায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ গাড়ির টোল আদায় করা যাচ্ছে। তখন এটি আরও বেশি হবে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম হলো এমন একটি সিস্টেম, যা গ্রাহককে টোলগেট অতিক্রম করার সময় গাড়ি না থামিয়ে স্বয়ংক্রিয়ভাবে টোল পরিশোধ করতে সক্ষম হয়। নগদ টাকা প্রদানের জন্য কাউকে টোল প্লাজায় এক মুহূর্তও অপেক্ষা করতে হয় না।

এদিকে পদ্মা সেতুতে গত ২১ দিনের যান চলাচলের চিত্র থেকে দেখা যায়, ঈদের মৌসুমের তিন দিন সেতু দিয়ে সর্বোচ্চ সংখ্যক যান চলাচল করেছে। ঈদের আগের এক দিন ও ঈদের পরের দুই দিন যান পার হয়েছিল প্রতিদিন ৩০ হাজারের বেশি। এ ছাড়া শুক্রবারেও যান পারাপারের আধিক্য দেখা যায়। তবে অফিস খোলার দিনে সাধারণত ১৪-১৫ হাজার যান পদ্মা সেতু পার হচ্ছে।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, পুরো এক মাস অতিবাহিত হওয়ার পর এই রুটে যান চলাচলের প্রকৃত চিত্র পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টাকে সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব আবেগতাড়িত, রাষ্ট্র আবেগের ওপর চলে না: সালাহউদ্দিন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

আসামিদের কোনো অনুশোচনা নেই, উল্টো সেনাবাহিনীকে রাষ্ট্রের বিরুদ্ধে উসকে দিয়েছে: চিফ প্রসিকিউটর

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

পলাতক আসামিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না, আরপিও সংশোধন অনুমোদন

এলাকার খবর
Loading...