দেশে ডলারের কোনো সংকট নেই, ঘাটতি আছে: পরিকল্পনামন্ত্রী
বাংলাদেশে ডলারের সরবরাহে কোনো সংকট নেই জানিয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, চাহিদার তুলনায় ডলার সরবরাহে কিছুটা ঘাটতি আছে। তিনি আরও বলেন, এই মাসে রেমিট্যান্স বেড়েছে, রপ্তানিও বাড়ছে। আগামী বছরের মার্চ-এপ্রিল মাসের মধ্যে আবারও সব নরমাল হয়ে যাবে।